শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১০:০৬

১ মাস আগে ডিভোর্স হয়ে গেছে : হ্যাপি

 ১ মাস আগে ডিভোর্স হয়ে গেছে : হ্যাপি

বিনোদন ডেস্ক: এক সময়ের সমালোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির ডিভোর্স হয়ে গেছে! বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এমনটা জানান তিনি।

হ্যাপি তার স্ট্যাটাসে লেখেন, আমার ডিভোর্স হয়েছে গত মাসে (সেপ্টেম্বর)।  আমি প্রচণ্ড শকড খেয়েছিলাম তখন।  যার ফলে আমি প্রায় দুই মাসের মতো স্মৃতি হারিয়ে ফেলি।

রিয়েল ম্যান ছবির এই নায়িকা আরও লিখেছেন, আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গিয়েছিলাম।  আজকে রাতেই মনে করিয়ে দেয়া হলো।  যাই হোক, জানলাম।
সবকিছু নতুন করে আবার সাজাব ইনশাআল্লাহ!

সবশেষে ক্রিকেটার রুবেলের সাবেক এই প্রেমিকা লেখেন, আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন সবর করার তৌফিক দান করেন।  তায়াক্কালতু আলাল্লাহ।

হ্যাপির দেয়া ডিভোর্সের স্ট্যাটাসে তায়েবা তানজিম নামে একজন ডিভোর্সের বিষয়ে মন্তব্য করলে হ্যাপি রিপ্লাই দেন, যেটা বলেছি (ডিভোর্স এর বিষয়) সেটি ভুয়া নয়, সত্যি।

হিমিকা নাহার নামে আরেকজন মন্তব্য করেন, এত তাড়াতাড়ি ডিভোর্স হবে ভাবতেই পারিনি।  হ্যাপি প্রতি উত্তরে বলেন, এটি মজার পোস্ট নয়, সত্যি।

দুই লাখ ৬৫ হাজারের বেশি ফলোয়ার থাকার হ্যাপির নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  এরপর ঠিক ৩০ মিনিট পর হ্যাপি তার স্ট্যাটাসটি সরিয়ে ফেলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে