শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৬:৫৯

আমিতো নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছি

আমিতো নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছি

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের অনুরোধে গতকাল শুক্রবার চিত্রনায়ক ওমর সানীকে নিয়ে সমিতির অফিসে যান শাকিব খান। সেখানে তিনি বলেন, ‘আমিতো নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে, সবাই এ্যাসোসিয়েশন নিয়ে থাকলে কাজ করবে কারা? কাজওতো করতে হবে।’

তিনি বলেন, ‘এখন যে অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির, খুবই করুণ অবস্থা। দেখাই যায় না। কাজ নাই, কিচ্ছু নাই। সে জায়গা থেকে উত্তরণ করতে হবে। কাজ কিভাবে বাড়ানো যায়, কোয়ালিটিও। শুধু কাজ করলাম তা করে লাভ নাই। কোয়ালিটিও লাগবে।’

এসময় জায়েদ খান শাকিব খানকে নিয়ে বলেন, ‘বাংলাদেশের এ ফিল্ম ইন্ডাস্ট্রি শাকিব খান। শাকিব খান বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমাদের ইন্ডাস্ট্রি থেকেই জন্ম তার। আজকে তিনি একদিনে তৈরি হননি। এজন্য অনেক কষ্ট, এবং ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে।’

শাকিব খান এবং ওমর সানির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমিতো বয়সে সবার বয়সে ছোট। আমার যদি কোনো ভুল-ত্রুটি থাকে সেটা আমি প্রকাশ্যেই দুই ভাইয়ের কাছেই ক্ষমা চাইব। আমার যদি চলার পথে ভুল-ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই মনে করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালবাসা ও স্নেহ নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।’

জায়েদ খান বলেন, ‘আজ আমার সত্যিই অনেক আনন্দ লাগছে আমি শাকিব ভাইকে তার নিজের অফিসে নিয়ে আসতে পেরেছি। মনে হচ্ছে আমাদের এই শিল্পী সমিতির কার্যালয় পূর্ণতা পেলো।’ এসময় তিনি শাকিব খান এবং ওমর সানিকে ধন্যবাদ জানান।

চলচ্চিত্র শিল্পি সমিতি কোনো রাজনৈতিক মঞ্চ নয় বলে মন্তব্য করে জায়েদ খান বলেন, ‘এটা মালা বদলের পালা। দুই বছর পর চেইঞ্জ হয়। চেয়ার নিয়ে দোড়াদৌড়ি করে ইন্ডাস্ট্রি বাঁচানো যাবে না। এখন কাজ করে, সিনেমা বাড়িয়ে এবং হল বাঁচিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে