শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:১০:২৬

পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে মৌলবাদীদের তোপের মুখে নুসরাত

পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে মৌলবাদীদের তোপের মুখে নুসরাত

বিনোদন ডেস্ক: মুসলিম হয়েও হিন্দু ধর্মের উৎসব দূর্গা পূজার আনন্দে সামিল হয়ে তীব্র রোষের মুখে পড়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান পূজা। ঘটনা গত মঙ্গলবারের।

এদিন কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে গাড়িতে বসে একটি ভিডিও রেকর্ড করেন নুসরাত। এরপর সেটি তার ফ্যান পেজে পোস্ট করেন নুসরাত। এরপরই তার সমালোচনা করতে থাকেন অনেকে।

ওই দিন দুপুরের দিকে সেটি ফ্যান পেজে পোস্ট করেন নুসরাত। সেই ভিডিওটিতে নুসরাত জাহান সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান। একইসঙ্গে পূজার সময়টাতে চুটিয়ে আনন্দ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথাও জানান।

এরপর বাঁধে লঙ্কাকাণ্ড! এতেই বেজায় চটে যান মুসলিম মৌলবাদীরা। একজন মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু ধর্মের অনুষ্ঠানে সামিল হয়েছেন নুসরাত? এই নিয়ে চলে ব্যাপক সমালোচনা। অভিনেত্রীর পিতামাতার শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

উল্লেখ্য, ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হন নুসরাত। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতে্‌র বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু চলচ্চিত্রে অভিনয় করে পশ্চিম বাংলায় সুপরিচিত হন।

এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় ছবি খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা পাওয়ায় তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে। নুসরাত জাহান একের পর এক ব্লকবাস্টার দর্শকদের উপহার দিয়ে গেছেন।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে