রবিবার, ০১ অক্টোবর, ২০১৭, ০৪:৩৩:৫২

ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিতে চাচ্ছেন রিয়া সেন

ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিতে চাচ্ছেন রিয়া সেন

বিনোদন ডেস্ক: সদ্য বিয়ে হয়েছে। নববধূর গন্ধ এখনো গা থেকে মোছেনি। তাই হয়তো ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি আছে রিয়া সেনের। তিনি নিজে কিছু না জানালেও এমন একটা কানাঘুষো শোনা যাচ্ছে।

রাগিনী এমএমএস রিটার্নসে ঘনিষ্ঠ দৃশ্য আছে রিয়ার। ছবিতে সই করার আগে রিয়া এসব জেনেশুনেই সই করেছিলেন। তখন তাঁর কোনো আপত্তি ছিল না। কিন্তু শিবম তিওয়ারির সঙ্গে বিয়ের পরই বেঁকে বসেছেন রিয়া। পরিচালক সুযশ ভাধবকরকে তিনি অনুরোধ করেছেন, নিশান্ত মালকানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি যেন কেটে বাদ দিয়ে দেওয়া হয়।  

সূত্রের খবর, ছবিতে রিয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম সিমরন। সহকর্মী নিশান্ত মালকানির সঙ্গে তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে। ছবির প্রয়োজনেই সেগুলো দেখানো দরকার। কিন্তু রিয়া সেগুলি শুট করার সময় নাকি অস্বস্তি বোধ করছিলেন।-কলকাতা টোয়েন্টিফোর
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে