রবিবার, ০১ অক্টোবর, ২০১৭, ০৪:৫৪:১৩

১০০ কোটির ঘরে মহেশের ‘স্পাইডার’

১০০ কোটির ঘরে মহেশের ‘স্পাইডার’

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা স্পাইডার। শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল এটি। আর মুক্তির পর বক্স অফিসেও বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

প্রথম দিনে বিশ্বব্যাপী ৫১ কোটি রুপি আয় করে স্পাইডার। মাত্র দুই দিনে এর আয় দাঁড়ায় ৭২ কোটি রুপি। শেষ খবর পাওয়া পর্যন্ত এটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। এ বিষয়ে সিনেমা বিশ্লেষক উমাইর সান্ধু মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লেখেন, ‘স্পাইডার বক্স অফিস হিট, ভক্তদের উদযাপনের সময় এসেছে! বিশ্বব্যাপী আয় ১০০ কোটি রুপি।’

স্পাইডার সিনেমাটিতে মহেশ বাবু একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। এ আর মুরুগাদোস পরিচালিত হাই-টেক অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণে ১২০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এদিকে শোনা যাচ্ছে, স্পাইডার সিনেমার হিন্দি রিমেক তৈরি করছেন নির্মাতা এআর মুরুগাদোস। কয়েকদিনের মধ্যেই এর ঘোষণা দিবেন তিনি। হিন্দি এ রিমেকটিতে অভিনয় করবেন মহেশ। এর মধ্য দিয়েই বলিউডে অভিষেক হবে তার।

এছাড়া মহেশ বাবুকে নিয়ে একটি তেলেগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাহুবলিখ্যাত নির্মাতা রাজামৌলি। সবকিছু ঠিক থাকলে এটি হবে তাদের প্রথম সিনেমা। স্পাইডার সিনেমার পর কোরাতালা শিবার ভারত আনে নেনু, মহেশ ২৫ এবং ত্রিবিক্রমের সঙ্গে একটি সিনেমা করবেন তিনি। এরপরই রাজামৌলির সঙ্গে তেলেগু সিনেমাটির কাজ শুরু করবেন। সিনেমার শুটিং শুরু হবে ২০১৮ সালের শেষে অথবা ২০১৯ সালের শুরুতে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে