বিনোদন ডেস্ক: অভিনেত্রী সেলিনা জেটলি আবারও মা হয়েছেন। আনন্দের খবর হলো দ্বিতীয়বারের মতো তিনি একসঙ্গে দুটো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু এই আনন্দের খবরের সঙ্গেই মিশে গেলো চরম দুঃখের গল্প। জমজ সন্তান জন্মের পরই এক সন্তান মারা যায়।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দুবাইয়ের এক হাসপাতালে জন্ম হয় সেলিনার দুই সন্তানের। একজনের নাম রাখেন শামসের ও আরেকজনের নাম দেন আর্থার। কিন্তু হার্টের গুরুতর সমস্যা থাকায় মারা যান শামসের।
শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিনা এই বিষয়টি জানান। তিনি লেখেন, ঈশ্বর আমাকে দ্বিতীয়বারের জন্য জমজ সন্তানের মা হওয়ার সুযোগ দিলেও সেই যাত্রা খুব একটা সুখের হল না। শামসেরকে না বাঁচানো গেলেও সে আর্থারের মধ্যে দিয়েই আমার কাছে বেঁচে থাকবে।
প্রসঙ্গত, সেলিনা জেটলি এর আগেও আরেকবার জমজ সন্তানের মা হয়েছিলেন। উইনস্টেন ও ভিরাজ নামের সেই সন্তানদের বয়স এখন ৫ বছর। সেলিনার স্বামী পিটার হাগ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস