বিনোদন ডেস্ক: দুই দশকের দুই জনপ্রিয় তারকা তারা। একজন ৮০’র দশকের জনপ্রিয় নায়ক। অপরদিকে ২০০০ সাল থেকে বলিউড মাতাচ্ছেন এই নায়িকা। একসঙ্গে সিনেমাও করেছেন তারা ‘গোলমাল ৩’তে। কিন্তু জানেন কী, এই নায়িকার জন্য নাকি রান্না করেছিলেন এভারগ্রীন নায়ক!
কথা হচ্ছে, মিঠুন চক্রবর্তী ও কারিনা কাপুর খানের। সম্প্রতি এই মজার তথ্যটি সামনে এনেছেন মিঠুন নিজেই। মিঠুন জানালেন, কারিনা শুটিং সেটে আসেন। শুটিং করেন। কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না বয়সে অনেক ছোট সেই অভিনেত্রী। বুঝতে পেরে কারিনাকে খাওয়ানোর জন্য সেটেই শুরু করে দেন রান্না। আর না খেয়ে পারেননি সাইফ আলি খান পত্নী কারিনা।
এখন নিজের পরবর্তী ছবি ‘শেফ’ এর প্রচারে ব্যস্ত সাইফ আলি খান। প্রচারের জন্য গিয়েছিলেন ‘দ্য ড্রামা কোম্পানি’র সেটে। সেই শোয়ে থাকেন মিঠুন। কথা প্রসঙ্গে সাইফের কাছে কারিনাকে নিয়ে এই ঘটনাটির স্মৃতিচারণ করেন মিঠুন। বলেন, ‘গোলমাল ৩’র সেটে কারিনা কোনওদিন খেত না। ও ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা তা নিশ্চিত করার জন্য আমি সেটে রান্না করতাম। তারপর একসঙ্গে খেতাম।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস