বিনোদন ডেস্ক : বাবা জনপ্রিয় পরিচালক। দাদাও তাই। এমনকী, নিজের বাড়িতেই রয়েছে নামী-দামী প্রোডাকশন হাইজ। আর সেই হাইজের কৃপাতেই বলিউডে কেরিয়ারটা দারুণ শুরু হয়েছিল উদয় চোপড়ার! স্ক্রিন শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে।
তারপর নিজে নায়ক হয়ে গোটা কয়েক ছবি করলেও, বলিউডে সেরকম মাটি খুঁজে পাননি উদয়। একের পর ধুম ছবিতে অভিনয় করেছেন বটে। তবে ধুম ছবিতে দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন কখনও জন আব্রাহাম, তো কখনও হৃত্বিক, আমির!
সেই হাঙ্ক উদয় চোপড়ার দেখুন কি অবস্থা। পেটের সিক্স প্যাক অ্যাবস এখন গায়েব! একেবারে গোলগাল চেহারা। মাঝে মধ্যেই উদয় খবরে আসেন নার্গিস ফকরির সঙ্গে সম্পর্ক নিয়ে বলিউড গুঞ্জনে।
আর এবার সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো ভাইরাল হলেন নিজের বদলে যাওয়া চেহারার ছবি নিয়ে। জানা গিয়েছে, ছবিটি তোলা হয়েছে ইমরান হাসমি-র বাড়ির বাইরে!
এমটিনিউজ/এসএস