বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০৭:৫৯:০৫

এবার প্রচারণায় নামলো সাকিব পত্নি শিশির

এবার প্রচারণায় নামলো সাকিব পত্নি শিশির

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রে এই প্রথম সরকারি অনুধানে নির্মিত হয়েছে ‘ গহীন বালুচর’ সিনেমাটি। ছবিটি আগামী ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেন বদরল আলম সৌদ।

অন্যদিকে  জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল- হাসানের স্ত্রী  শিশির আজকে তার ফেইসবুক পেইজে এই ছবির প্রচারণা করেনে। তিনি তার ফেইসবুক পেইজে সবাইকে আগামী ২০ অক্টোবর ছবিটি দেখার জন্য অনুরোধ  করেন।

স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো । শিশির ফেসবুকে তাঁর স্ট্যাটাসে লিখেন,  ‘Guys please go watch ‘Gohin baluchor’ on Oct 20th in the theaters!’

এতে অভিনয় করেন সুর্বনা মুস্তফা, ফজলুর রহমান বাবু, তানভির,নিলা, মুন, আফরোজা বানু, রাইসুল ইসলাম আসাদ,শাহাদাৎ হোসাইন, রুনা খান, আরো অনেকে। এদিকে ছবিটির ট্রেইলার ইউটুবে প্রকাশ করারা সাথে দর্শকদের হ্নয়দ জয় করে নিয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে