শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ০৯:০৯:২১

ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে শাহরুখ কন্যা সুহানা

ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে শাহরুখ কন্যা সুহানা

বিনোদন ডেস্ক: শাহরুখ কন্যা সুহানার বয়স এখনো ১৮ পার হয়নি। তবুও তাঁকে ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই।
আর সুহানাও ‌‌যতই বড় হচ্ছে ততই বলিউড ডিভাদের মতো সুন্দরী হয়ে উঠছে। আজকাল বাবার পাশে মাঝে মধ্যেই দেখা ‌যায় কিং খানের গ্ল্যামারাস কন্যাকে। বেশ বোঝা ‌যায় শাহরুখের আদরের সুহানা আর ছোটটি নেই, সে ‌যত বড় হচ্ছে ততই আকর্ষণীয় হয়ে উঠছে সুহানা।

মা গৌরী খানের ডিজাইনার স্টোরের উদ্বোধনের দিন বাবার পাশে সব থেকে বেশি নজর কেড়েছিল সুহানাই। কমলা রঙের পোশাকে সুহানাকে দারুন দেখাচ্ছিল।

আজকাল অবশ্য সুহানার যেকোনো ছবিই ইন্টারনেটে নিমেষে ভাইরাল হয়। বেশ বোঝা ‌যায় তাঁর জনপ্রিয়তাও কোনো অংশে কম নয়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে