সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ১০:১২:১৭

আফ্রিদির প্রেমে অন্ধ বলিউড অভিনেত্রী জেরিন!

 আফ্রিদির প্রেমে অন্ধ বলিউড অভিনেত্রী জেরিন!

বিনোদন ডেস্ক : ধোনি, কোহলি, শচিন, জহির, সৌরভ কার্যত ভারতীয় সমর্থকদের নিকট সুপারস্টার।  এমনকী ক্রিকেটারদের বলিউড অভিনেত্রীরাও সম্মানের চোকে দেখেন।  অবাক করার বিষয় হল বলিউড অভিনেত্রীর পচন্দের ক্রিকেটার কী না কোনো ভারতীয় নন, পাকিস্তানি।  ক্রিকেটার শাহিদ আফ্রিদির একজন অন্ধ ভক্ত।  জেরিন খান বর্তমানে পাকিস্তান টি-টেন ক্রিকেট লিগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন পাখতুন ফ্র্যাঞ্চাইজির।  তিনি নিজেই জানালেন অদ্ভুত হওয়ার মত কিচু কথা।  তিনি শাহিদ আফ্রিদির চুলের

স্টাইল ও তার চেহারায় একদম ফিদা।  এই ফ্র্যাঞ্চাইজিকে তিনি এজন্যই সমর্থন করেছেন।

এছাড়াও জেরিন জানিয়েছেন, যেদিন থেকে আফ্রিদি প্রথমবার মাঠে ক্রিকেট খেলতে নামে আমি সেদিন থেকেই অফ্রিদির একজন ফ্যান।  আমার স্পষ্ট মনে রয়েছে য, ও একটা ম্যাচ ৩২ বা ৩৫ বলে সেঞ্চুরি হাকিয়েছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে