বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০৮:৪০:২১

নিপুণকে শপথ পাঠ করালেন মিশা

নিপুণকে শপথ পাঠ করালেন মিশা

বিনোদন ডেস্ক: নির্বাচন না করেও অবশেষে বাংলাদেশ শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে জায়গা করে নিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। বুধবার বিকালে এফডিসির শিল্পী সমিতির অফিসে শপথ গ্রহন অনুষ্ঠানের মধ্য দিয়ে পদত্যাগী নায়িকা মৌসুমীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

শিল্পী সমিতির বর্তমান কমিটিতে চিত্রনায়িকা মৌসুমীর পদে স্থলাভিষিক্ত হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ, পূর্ব ঘোষিত খবরে এদিন বুধবার বিকাল চারটায় এফডিসির শিল্পী সমিতির অফিসে ভিড় করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা কর্মীসহ গণমাধ্যম কর্মীরা। বিকাল চারটায় কথা থাকলেও একটু দেরিতেই শুরু হয় শিল্পী সমিতির নতুন কার্যনির্বাহী সদস্য নিপুণকে বরণ করে নেয়ার আয়োজন।

শুরুতে চিত্রনায়িকা নিপুণকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর। এরপর আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহি সদস্যপদ পত্রে স্বাক্ষর করেন নিপুন ও সভাপতি মিশা। এসব আনুষ্ঠানিকতা শেষে নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান মিশা। এরপর সমিতির পক্ষ থেকে নিপুণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সমিতির অন্যান্য নেতাকর্মীরা। এসময় শিল্পী সমিতির অফিসে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, পপি, নাসরিন, আলীরাজ, সাইমন,ইমনসহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে মিশা সওদাগর বলেন, নিপুণ নির্বাচন না করেও কার্যনির্বাহী সদস্য পদে আজ থেকে শিল্পী সমিতির সদস্য হলেন। পদটির জন্য সে সবচেয়ে যোগ্য মানুষ। সে তার যোগ্যতা দিয়েই শিল্পী সমিতিতে যুক্ত হয়েছেন। এই জায়গা সে ওউন করে। আশা করি আমরা মিলে মিশে চলচ্চিত্রকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। শিল্পীদের স্বার্থ রক্ষায় আমরা সম্মলিতভাবে কাজ করব।

শিল্পী সমিতিতে যুক্ত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা নিপুণ বলেন, শিল্পী সমিতিতে যোগ দিয়ে আমি সত্যিই অভিভূত। আমার উপর এমন দায়িত্ব দেয়ায় শিল্পী সমিতির সবার কাছে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের জন্য কাজ করে যেতে পারি। এবং যারা আমার উপর বিশ্বাস রেখে শিল্পী সমিতিতে যুক্ত করে নিলেন তাদের সেই বিশ্বাসের মূল্য দিতে পারি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে