বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ে না নীনা গুপ্তা, মাসাবা গুপ্তার৷ ভিভিয়ান রিচার্ড ও নীনা গুপ্তার সম্পর্ক এবং মাসাবার জন্ম নিয়ে এত বছর পরেও চলছে জলঘোলা৷ এদিকে মাসাবা ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে জনপ্রিয়ও করে তুলেছেন৷
তবুও যখনই সুযোগ পান নেটিজেনরা, তখনই মাসাবাকে আক্রমণ করে বসেন সোশ্যাল নেটওয়ার্কে! সম্প্রতি এরকমই ঘটল মাসাবার সঙ্গে৷
সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, দিওয়ালিতে দিল্লিতে শব্দবাজি বেআইনি৷ আর তা নিয়ে মাসাবা নিজের প্রতিক্রিয়া দিলেন সোশ্যাল নেটওয়ার্কে৷ আর তা নিয়েই নেটিজেনরা আক্রমণ করল মাসাবাকে৷ কেউ কেউ ‘অবৈধ সন্তান’ বলেও সম্বোধন করলেন মাসাবাকে৷
তবে নেটিজেনদের এই কু-কীর্তির জবাব বেশ বুদ্ধিদীপ্ত ভাবেই দিয়েছেন মাসাবা৷ ট্যুইটারে মাসাবা লিখলেন, ‘আমাকে যতবার অবৈধ সন্তান বলা হয় ততই আমি গর্বিত হই৷ কারণ আমি নিজের জীবন নিজে তৈরি করেছি৷ কারও ওপর ভর করে নেই৷ এখানেই আমার জীবনের বৈধতা!’
এমটিনিউজ/এসএস