বিনোদন ডেস্ক: বলিউড তারকা সানি লিওন তার মেয়ে নিশা কাউরের জন্মদিন উদযাপন করতে তাকে নিয়ে ঘুরতে গেলেন ডিজনিল্যান্ডে। সে ছবি শেয়ার করে সানি লেখেন, ‘নিশার জন্মদিন উপলক্ষে ডিজনিল্যান্ডে। যেখানে সকল স্বপ্ন সত্যি হয়ে যায়।’ শুধু তাই নয় স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সাথে নিয়ে এর আগে কেটেছেন জন্মদিনের কেক। নিশা এবার তৃতীয় বছরে পা দিলেন।
মেয়ের জন্মদিনকে কোনোভাবেই হেলায় ফেলায় কাটাতে রাজি হননি সানি-ড্যানিয়েল দম্পতি। তাইতো নিজেদের সকল ব্যস্ততার মাঝেও বের করেছেন সময়।
গত জুলাই মাসে নিশাকে দত্তক নেন তারা। মহারাষ্ট্রের লাতুর থেকে তাকে দত্তক নেন। ভারতীয় এক সংবাদমাধ্যমসূত্রে তা জানা গেছে। ২০০৯ সালের জুলাই মাসে বিয়ের পিঁড়িতে বসলেও , এবছর-ই সন্তান নেয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন সানি।
কিন্তু গর্ভধারণ করে সন্তান জন্ম দেয়া এই মুহূর্তে তার জন্য কঠিন মনে হচ্ছিল। তাই দত্তকের সিদ্ধান্ত নেন তিনি। আর মাত্র তিন সপ্তাহেই হয়ে যান সন্তানের মা। টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস