শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৬:৫২:১৭

ফাতিমাকে বেশি সময় দিচ্ছেন আমির, আপত্তি ক্যাটরিনার!

ফাতিমাকে বেশি সময় দিচ্ছেন আমির, আপত্তি ক্যাটরিনার!

বিনোদন ডেস্ক: ফাতিমা সানা শেখকে কেন বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে? সেই বিষয় নিয়েই বেশ ‘আপসেট’ ক্যাটরিনা কাইফ।ঠাগস অফ হিন্দুস্থান-এ আমির খানের বিপরীতে অভিনয় করছেন ফাতিমা সানা শেখ।

আর ওই সিনেমাতেই একটি মাত্র গানে দেখা যাবে ক্যাটরিনা কাইফ। ফলে, ফাতিমা শেখের সঙ্গে বেশি দেখা যাচ্ছে আমির খানকে। আর এখানেই নাকি আপত্তি রয়েছে ক্যাটরিনা কাইফের।

শোনা যাচ্ছে, ঠাগস অফ হিন্দুস্থানের সেটে আমির কিন্তু কোচিং শুরু করেছেন ফাতিমার। যা দেখে মনক্ষুন্ন হয়েছেন ক্যাটরিনা। যদিও এ বিষয়ে আমির খানের স্ত্রী কিরণ রাও জানিয়েছেন, ওই ঠাগস-এ আমির খানের বিপরীতে ফাতিমাকে নেওয়া তাঁর স্বামীর একার সিদ্ধান্ত নয়। এ বিষয়ে আদিত্য চোপড়া এবং বিজয় কৃষ্ণ আচার্য'র মতামতও রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে