বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী টাবু। বয়স চল্লিশ পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এ নিয়ে প্রায় সব সময়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। বিয়ের কথা বললেই ভীষণ বিরক্ত হয় এ অভিনেত্রী। সদ্য একটি সাক্ষাৎকারে তার বিরক্তি কথা জানিয়েছেন নিজেই।
বর্তমানে গোলমাল এগেইন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।
টাবু বলেন, সবাই আমার বিয়ে নিয়ে প্রশ্ন করছেন। আমার ও সালমানের বিয়ে নিয়ে সবাই চিন্তিত। এই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত। নতুন কিছু জিজ্ঞেস করুন।’
তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাক্ষাৎকার এবং মিটিংয়ে অংশ নিয়ে আমি পুরোপুরি ক্লান্ত। কিন্তু সামনে আমার সিনেমা মুক্তি পাচ্ছে কাউকে নিষেধ করতেও পারছি না।’
টাবু ছাড়াও গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। ২০ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস