বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খানের সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। 'দঙ্গল' ছবি যে হারে বক্স অফিস কাঁপিয়েছিল সে কথা প্রায় সকলেরই জানা। তবে সে সব ভুলে তিনি এখন ব্যস্ত তার আপকামিং ছবির প্রমোশনে।
তবে ছবির প্রমোশনে এসে তার মুখ থেকে শোনা গেল বিষণ্ণতার সুর। তিনি জানালেন তিনি নাকি ভয় পান তার স্টারডম হারানোর। এটাই তার কাছে একমাত্র ভয়ের কারণ। তিনি এমনটাও জানিয়েছেন ‘আমার এখনও মনে আছে দঙ্গল এর ছবি নিয়ে যে ভাবে সকলে বাহবা দিয়েছিল। এই সময় গুলোকে যেন না হারিয়ে ফেলি।’
কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের চরিত্রে হয়তো তাকে নিতে পারবে না দর্শক। সম্প্রতি নিজেই এতথ্য সামনে এনেছেন তিনি। ছবির গল্প পছন্দ হলেও মনে সংকোচ ছিল। ছবিটি মানুষ দেখবে তো? স্টারডম হারিয়ে ফেলবেন না তো? এরকম হাজার প্রশ্ন এসেছিল মনে।
আমিরের কথায়, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। যখন আমি দঙ্গলের গল্পটা শুনি আমি ছবিটি করব বলে ঠিক করে ফেলি। তারপরেই মনে হয়েছিল, এই তো ধুম টু আর পি কে করলাম। মানুষ আমাকে সিক্স প্যাকে দেখেছে। এখন যদি তা মোটা হয়ে যায় তাহলে মানুষ নিতে পারবে তো? আমাকে তো বুড়ো বুড়ো দেখাবে।
স্টারডম হারানোর ভয় চেপে বসায় একসময় ঠিক করেন, বছর দশেক পরে ছবিটি করবেন। তখন তাকে অনেকটা বয়ষ্ক মনে হবে। দর্শকরা নিতে পারবে। পরিচালককে বলেন সেকথা। পরিচালক রাজিও হয়ে যান। তবে স্ক্রিপ্টের কথা ভেবে মত বদলান।
আমিরের কথায়, ছবির গল্প আমার মাথা থেকে যাইনি। ঠিক করি ছবিটি করব। যা হয় হবে। নিজে ছবিও প্রযোজনা করেন আমির। আর পাঁচজনের মতো তিনিও চান ছবি ভালো ব্যবসা করুক। তবে টাকাটাই সব নয়।
এপ্রসঙ্গে আমিরের বক্তব্য, তিনি চান অন্তত ১০ থেকে ১২ শতাংশ লাভ করুক ছবি। তবে বক্স অফিস সাফল্যের দিতে তিনি তাকিয়ে থাকেন না। থাকলে কোনওদিন তারে জ়মিন প্যার বা সিক্রেট সুপারস্টারের মতো ছবি করতেন না।
তার মুখ থেকে এরকম কথা শুনে সাংবাদিকরাও হকচকিয়ে যান। তবে এসবের মাঝেও তার ছবির প্রমোশন নিয়ে খুবই ব্যস্ত আমির। দঙ্গলের মত সাফল্য পাবে এই ছবিটিও এমনটাই আসা রাখছেন তিনি। এখন সিক্রেট সুপারস্টারের প্রচার নিয়ে ব্যস্ত তিনি। দিয়ালি উপলক্ষে চলতি মাসের ১৯ তারিখ মুক্তি পাবে ছবিটি।
এমটিনিউজ/এসবি