শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ১১:১৭:২৮

‘আমি শাবনূর হতে চাই’

‘আমি শাবনূর হতে চাই’

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শাবনূরের কল্পিত এক ভক্তের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র ‘আমি শাবনূর হতে চাই’। চিত্রনাট্য ও পরিচালনায় দেবাশীষ বিশ্বাস।

এরই মধ্যে গল্প লেখার কাজ শেষ। মিলেছে অভিনেত্রী শাবনূরের অনুমতিও। ডিসেম্বরে মানিকগঞ্জে শুরু হবে শুটিং। দেবাশীষ বলেন, ‘গত সপ্তাহে শাবনূরের সঙ্গে দেখা করেছি। তাঁকে গল্পটি শুনিয়েছি। তিনি ভীষণ উচ্ছ্বসিত। আমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। গল্পে দেখা যাবে, মফস্বলের এক মেয়ে বাড়ি ছেড়ে ঢাকায় পাড়ি দেয়। উদ্দেশ্য একটাই, শাবনূরের সঙ্গে দেখা করা। কিন্তু শাবনূর থাকেন অস্ট্রেলিয়া। কিছুতেই দেখা মেলে না।

এমন সময় মেয়েটির সঙ্গে পরিচয় ঘটে চলচ্চিত্রের এক অতিরিক্ত শিল্পীর সঙ্গে। তাঁর সহযোগিতায় মেয়েটি ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাও হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্যও মনোনীত হয়। কিন্তু সে চায় পুরস্কারটি শাবনূরের হাত থেকেই গ্রহণ করবে। ’ নতুন অভিনয়শিল্পী নিয়ে ছবিটি নির্মাণ করবেন পরিচালক। একটি ইভেন্টের মাধ্যমে খুঁজে নেওয়া হবে তাঁদের।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে