শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০২:৩৭:৫৪

এফডিসিতে গানের শুটিংয়ে হইচই!

এফডিসিতে গানের শুটিংয়ে হইচই!

বিনোদন ডেস্ক : প্রায় চার বছর পর ডেডলাইন মিউজিকের প্রযোজনায় প্রকাশ পাচ্ছে ফাহিমের নতুন গান। গানের শিরোনাম ‘বাংলা ড্যান্স’। রাহুল ভানজার কথায় এ গানটির সুর করেছেন অম্লান। সঙ্গীতায়োজন করেছেন বব। সম্প্রতি এফডিসিতে টানা কয়েকদিন শুটিং শেষে এ গানটির মিউজিক ভিডিও এর কাজ শেষ হয়েছে। তবে গানটি ধারণ করতে গিয়ে বেশ হইচই হয়েছে নাকি এফডিসিতে! এখন মিউজিক ভিডিও প্রকাশ হলে বোঝা যাবে কতটা হইচই ফেলতে পারে শ্রোতাদের মনে।

ফাহিম বলেন, ‘এটা আমার তৃতীয় অ্যালবাম ‘বলছি তোমায়’ এর চার বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে যাচ্ছি। তাই কাজটা বেশ যত্ন করা হয়েছে। এফডিসিতে ছয়দিন সেট বানিয়ে এ গানের ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। আর আমার সঙ্গে এবার মডেল হিসেবে কাজ করেছেন মেঘলা ও তৃষ্ণা। ডেডলাইন ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আগামী ১৮ অক্টোবর ‘বাংলা ড্যান্স’ প্রকাশ হবে। আশা করি, সকলে নতুন গানটির পাশাপাশি ভিডিওটি পছন্দ করবেন।’

উল্লেখ্য, এর আগে ফাহিমের ‘প্রেয়সী’, ‘কি লাভ’, ‘পাখি’, ‘এতদিন’, ‘জীবনের মায়া’সহ বেশকিছু মিউজিক ভিডিও দর্শক-শ্রোতারা পছন্দ করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে