শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৩:২৮:১১

বলিউডে একই ছবিতে বাংলাদেশের এডলফ ও মম

 বলিউডে একই ছবিতে বাংলাদেশের এডলফ ও মম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বলিউডের ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন জাকিয়া বারী মম। 'নোমান খান দ্য লিজেন্ড' নামের এ ছবিটিতে বাংলাদেশের আরও একজন শিল্পী কাজ করবেন।
তার নাম এডলফ খান।

এডলফ বাংলাদেশের চলচ্চিত্রে পরিচিত মুখ নন। তবে বেশ কিছু সময় ধরে তিনি মডেল ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। এবার বলিউডে অভিনেতা হিসেবে কাজের সুযোগ পেয়েছেন তিনি।

বলিউডের এই ছবিটি পরিচালনা করবেন বলিউড নির্মাতা ফয়সাল সাইফ। এর আগে বাংলাদেশের মডেল-অভিনেতা নিরব নিয়ে 'শয়তান' নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি।

এডলফ খান বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম মিডিয়ায় কাজ করব। কিন্তু কোনো মাধ্যমে কাজ করব এটা নির্দিষ্ট ছিল না। বছর পাঁচেক আগে মডেল হিসেবে মিডিয়ায় কাজ শুরু করি।
কিছুদিন মডেলিং করার পর আকর্ষণ বাড়ে কোরিওগ্রাফির প্রতি। 'নোমান খান দ্য লিজেন্ড' ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। ছবিতে আমার চরিত্রটি অনেকটা কমিক হলেও একটা নেগেটিভ ছায়া আছে এর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ ও দুঃসাহসিক একটা চরিত্র।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে