শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৪:২৬:০৪

জন্মদিনে মেয়েকে নিয়ে কোথায় গেলেন সানি লিওন?

জন্মদিনে মেয়েকে নিয়ে কোথায় গেলেন সানি লিওন?

বিনোদন ডেস্ক : মাস তিনেক আগে কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন। সে কারণে ট্রোলডও হতে হয়েছিল তাকে। এ বার সেই শিশু সন্তান নিশা কউর ওয়েবারকে নিয়ে একটি বিশেষ জায়গায় গেলেন সানি। সঙ্গে ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও। কিন্তু কোথায় গেলেন তাঁরা?

আসলে মেয়ের দ্বিতীয় জন্মদিন পালন করতে ডিজনিল্যান্ড গিয়েছেন সানি ও ড্যানিয়েল। সেখানেই হবে সেলিব্রেশন। মেয়ের সব স্বপ্ন পূরণ হোক, মা হিসেবে এটাই একমাত্র চাহিদা সানির। ডিজনিল্যান্ডের সামনে থেকে একটি ছবি পোস্ট করেছেন সানি। খবর এবিপির।

ক্যাপশনে লিখেছেন, 'নিশার জন্মদিনে ডিজনিতে। যেখানে সব স্বপ্ন সত্যি হয়।' চলতি বছরের জুলাই মাসে মহারাষ্ট্রের লাতুর থেকে ২১ মাস বয়সী শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। তারা মেয়ের নাম রাখেন নিশা।

মা হওয়ার পর সানি বলেছিলেন, "বাকিদের মা হতে ন'মাস লাগে। আমার মাত্র তিন সপ্তাহ লাগল। যখন নিশার ছবি প্রথম দেখলাম আমি যে কতটা খুশি ছিলাম তা বলে বোঝাতে পারব না। আমি বিশ্বাস করি আমরা ওকে পছন্দ করিনি, বরং নিশা আমাদের পছন্দ করেছে।''
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে