শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৪:৫৯:১৬

আমির খানকে নিয়ে দুই নায়িকার ঠান্ডা লড়াই!

আমির খানকে নিয়ে দুই নায়িকার ঠান্ডা লড়াই!

বিনোদন ডেস্ক : লড়াই বেধেছে বলিউডে। আর এই লড়াই দুই নায়িকার মধ্যে। যার মধ্যমণি আমির খান। ঠিকই পড়ছেন। মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে এখন নাকি তীব্র লড়াই বেঁধেছে দুই নায়িকার মধ্যে।

বলি পাড়ার খবর, এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখের মধ্যে আমিরকে নিয়ে চলছে ঠান্ডা লড়াই! আমির খান আগেই জানিয়েছিলেন 'থাগস অফ হিন্দুস্তান' ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফতিমা সানা শেখই। আর ওই ছবিতে তুলনায় কম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ক্যাটরিনা কইফ।

এই বৈষম্যের জন্যই নাকি আমিরের ওপর বেজায় চটেছেন ক্যাটরিনা। বলিউড সূত্রে খবর, ওই ছবিতে ক্যাটরিনার তুলনায় বেশি স্ক্রিন স্পেস পেয়েছেন ফাতিমা। শুটিংয়ে ফাতিমাকে তার চরিত্র বুঝিয়ে দিতেন আমির স্বয়ং। আর এ সব দেখেই আমিরের ওপর নাকি রেগে গিয়েছেন ক্যাটরিনা।

সম্প্রতি এক সাক্ষাত্কারে ছবি সম্পর্কে বলতে গিয়ে নাকি ক্যাটরিনার নাম প্রথমে উল্লেখই করেননি আমির। ছবিতে ফতিমা যখন মূল ভূমিকায় রয়েছেন, তখন ক্যাট রয়েছেন শুধু নাচ-গানের দৃশ্যে। আমির নিজে অমিতাভ বচ্চনের কথাও বলেন।

পরে তার কাছে ক্যাটরিনার কথা জানতে চাওয়া হলে, তখন নায়িকার নাম উল্লেখ করেন আমির। এ সব নিয়েই নাকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে ফতিমা ও ক্যাটরিনার মধ্যে। যদিও এই বিষয়ে কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে