বিনোদন ডেস্ক : 'শাড়িওয়ালি ভাবি' আসছে রোজ রাতে। তিনি ফিরছেন বড় ধামাকা নিয়েই। এ বার তিনি রেডিও জকি (আরজে)। তবে একেবারে অন্য মেজাজে। তিনি, অর্থাৎ বিদ্যা বালন। বড়পর্দায় ফিরছেন 'তুমহারি সুলু' নিয়ে।
ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালনকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি। বিদ্যার অস্ত্র তার সেক্সি কণ্ঠস্বর। তা দিয়েই শোয়ে বাজিমাত্ করবেন নায়িকা।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। শুরুতেই দর্শকদের তা পছন্দ হয়েছে। ছবির প্রসঙ্গে সংবাদ সংস্থাকে বিদ্যা বলেন, ''তুমহারি সুলু একটা মজার ছবি। সুলু লেট নাইট আরজে। তার মধ্যে দুষ্টুমি রয়েছে ভরপুর।''
এর আগে 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে বিদ্যাকে রেডিও জকির ভূমিকায় দেখেছেন দর্শক। কিন্তু তা থেকে এ ছবি সম্পূর্ণ আলাদা। এবার দেখা যাক শাড়িওয়ালি ভাবি রুপে কেমন ভাবে বিদ্যাকে নেন দর্শকরা।
এমটিনিউজ/এসএস