রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ০৯:১৫:৪২

দুই গাড়ি শপিং!

 দুই গাড়ি শপিং!

বিনোদন ডেস্ক : দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উদ্দেশ্য অভিনেতা আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং।

১৩ অক্টোবর সকাল থেকে ছবিটির শুটিং করেছেন। কিন্তু যেই না সন্ধ্যা হলো, অমনি শপিংয়ের ভূত চাপল। সঙ্গে যোগ দিলেন আলমগীর, আঁখি আলমগীর। সবাই মিলে সন্ধ্যা ৭টায় পৌঁছলেন উত্তরার আড়ংয়ে।

আঁখি বলেন, ‘ভাবতেই পারিনি শপিং করতে করতে এই অবস্থা হবে! শেষ পর্যন্ত দুটি প্রাইভেট কার ভর্তি হয়ে গেছে। নিজের ও বন্ধুদের জন্য অনেক শাড়ি কিনেছেন ঋতু। হিসাব করে দেখলাম, একটা বিয়ের বাজারই করে ফেলেছি আমরা।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে