বিনোদন ডেস্ক : নটরডেম এর নাট্যেৎসবে নটরডেমসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘ডুব’ ছবির প্রচারণার প্রথম দিনেই মাৎ করেছেন পুরো টিম। বিশেষ করে অভিনেত্রী তিশার কণ্ঠে ‘আহারে জীবন’ গানটি নতুন মাত্রা যুক্ত করে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে।
প্রচারণা শুরুর দিন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ছিলেন ছবির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, ব্যান্ডদল ‘চিরকুট’, পরিচালক মোস্তফা কামাল রাজসহ ‘ডুব’ বাহিনী।
শনিবার বিকালে নটরডেম কলেজ অডিটরিয়ামে চলচ্চিত্রের একমাত্র গান ‘আহারে জীবন’ গেয়ে শোনায় চিরকুট ব্যান্ড। গান গাওয়ার আগে তিশা এবং পরিচালক ফারুকীকে গাওয়ার অনুরোধ জানায় চিরকুট। নিজেরা গান গাওয়ার পর সেই অনুরোধ রক্ষা করতে বললে আত্মসমর্পণ করেন ফারুকী। তবে চিরকুটের সঙ্গে মিলে ‘আহারে জীবন’ গান করেন তিশা। এতে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হন।
২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনয় পঞ্চম চলচ্চিত্র ‘ডুব’। নটরডেম কলেজের মাধ্যমে ছবিটির প্রচারণা প্রসঙ্গে ফারুকী শিক্ষার্থীদের বলেন, এর আগে আমি বিশ্ববিদ্যালয়ে প্রচারণার মধ্য দিয়ে আমার একটি চলচ্চিত্রের প্রচারণা শুরু করেছিলাম। এবার কলেজে আসলাম কারণ তরুণরা নতুন কিছু সৃষ্টির অনবরত তাগিদ বোধ করে। পিছু হটেনা। বুড়োরা নতুন পথে যেতে দ্বিধায় ভোগে। নতুন কিছু গ্রহণেও তাদের দ্বিধাবোধ থাকে। নতুনরা নতুন দিনের সিনেমাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে সেই ভাবনাতে নটরডেম এ আসা। পাশাপাশি এ কলেজে ভর্তির চান্স মেলেনাই বলে এখানে আসা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস