সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১২:৫৩:১২

মাত্র এক দিনেই দুই গাড়ি শপিং আলমগীর-ঋতুপর্ণার

মাত্র এক দিনেই দুই গাড়ি শপিং আলমগীর-ঋতুপর্ণার

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অন্যতম বরেণ্য অভিনেতা আলমগীর। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করছেন ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের একটি চলচ্চিত্র। এতে চিত্রনায়ক আরেফিন শুভ’র বিপরীত অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

গেল ৯ সেপ্টেম্বর থেকে বিএফডিসিতে এই চলচ্চিত্রের শুটিং-এ অংশ নিয়েছেন ঋতু। প্রথম লটের টানা ১৪ দিনের কাজ শেষে ২২ সেপ্টেম্বর কলকাতায় ফিরে গেছেন। বিরতি শেষে ৯ অক্টোবর আবারো ঢাকায় এসেছেন তিনি। অংশ নিয়েছেন ছবিরি দ্বিতীয় লটের শুটিংয়ে।

শুটিংয়ের ফাঁকে আলমগীর পরিবারের সঙ্গে ঢাকায় শপিং করেও বেড়াচ্ছেন। মজার বিষয় হচ্ছে একদিন প্রায় দুটি প্রাইভেটকার ভর্তি শপিং করেছেন ঋতুপর্ণা। সঙ্গে ছিলেন আলমগীর ও কন্যা আঁখি আলমগীর। উত্তরার আড়ংয়ে শপিং করতে গিয়েছেলিন তারা। শপিংয়ের সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন আঁখী।

এ প্রসঙ্গে আঁখী আলমগীর বলেন, ‘ভাবতেই পারিনি শপিং করতে করতে এই অবস্থা হবে! শেষ পর্যন্ত দুটি প্রাইভেট কার ভর্তি হয়ে গেছে। নিজের ও বন্ধুদের জন্য অনেক শাড়ি কিনেছেন ঋতু। হিসাব করে দেখলাম, একটা বিয়ের বাজারই করে ফেলেছি আমরা।’
এমটিনিউজ/এসএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে