সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১১:১২:০৭

৮ মাসে ঘর ভাঙল এই ১১ তারকার

৮ মাসে ঘর ভাঙল এই ১১ তারকার

বিনোদন ডেস্ক : গত আট মাসে গণমাধ্যমে এসেছে বিনোদন জগতের বেশি তারকা দম্পতির ঘর ভাঙার খবর। তাদের প্রত্যেকেই দীর্ঘদিন প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু ভালোবাসায় এই বাঁধা ঘর টেকেনি বেশি দিন। নদী ভাঙনের মতো ভেঙেছে তাদের সংসার।

গায়ক, অভিনেতা তাহসান ও অভিনেত্রী মিথিলা
বিনোদন জগতের সবচেয়ে আলোচিত জুটি তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন। এ দম্পতির একমাত্র সন্তান আইরা তেহরীম খান। তাহসানের সঙ্গে মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এরপর ধীরে ধীরে সম্পর্ক, ভালোবাসা ও পরিণয়। বিনোদন জগতের সুখী দম্পতি হিসেবে তাদের বেশ পরিচিতি ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাস দুয়েক আগে হঠাৎই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তারা। আর এই খবর সোশ্যাল মিডিয়ায় তোলাপাড় ফেলে দেয়। গত ৪ অক্টোবর দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে  তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ইতি টানেন দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের।

পপ গায়িকা মিলা ও বৈমানিক পারভেজ সানজারি
বাংলাদেশের পপ গায়িকা মিলা টানা ১০ বছর প্রেম করেন বিয়ে করেন বৈমানিক পারভেজ সানজারিকে। বৈমানিকের সঙ্গে বিয়ের চার মাস না যেতেই ভেঙে যায় তাদের সংসার। গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স হয় তাদের। আর গত ৬ অক্টোবর শুক্রবার রাতে ফেসবুকের ভেরিফায়েড ফ্যান পেজে স্ট্যাটাস দিয়ে এ দুঃসংবাদ জানান মিলা নিজেই। মনোমালিন্যের কারণেই তাদের এই ডিভোর্সের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

মিলা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘হ্যাঁ, আমি ডিভোর্স দিয়েছি। পারভেজ সানজার সঙ্গে ১০ বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করতে থাকে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম তখনো একাধিক নারীর সঙ্গে প্রেম করে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। এমন প্রতারকের সঙ্গে বসবাস করা অসম্ভব।’

গায়ক হাবিব ওয়াহিদ ও রেহান চৌধুরী
২০১১ সালে চট্টগ্রামে একটি কনসার্টে গান গাইতে গিয়ে রেহান চৌধুরী নামের বাঁশখালির এক মেয়েকে গোপনে বিয়ে করেন গায়ক হাবিব ওয়াহিদ। পরে ঢাকায় ফিরে এসে ধুমধামে করেন বিয়ের অনুষ্ঠান। ২০১২ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেয় সন্তান আলীম ওয়াহিদ। কিন্তু ছয় বছর সংসার করার পর চলতি বছরের ১৯ জানুয়ারি ডিভোর্সের পথে হাঁটেন দুজনই। ২২ জানুয়ারি রবিবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সে খবর নিজেই জানান হাবিব। সম্প্রতি ছোট পর্দার আরেক তরুণ মডেল ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে হাবিরের সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন চলছে।

মডেল, অভিনেত্রী বাঁধন ও ব্যবসায়ী সনেট
অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন ২০১০ সালে নিজের থেকে ২০ বছরের বড় ব্যবসায়ী মাশরুর সিদ্দিকী সনেটকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। প্রায় চার বছর সংসার করার পর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একটি মেয়ে রয়েছে। ডিভোর্সের পর মেয়েকে নিয়ে বাংলাদেশে একাই থাকেন বাঁধন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে স্বামী সনেট থাকেন কানাডায়। তবে দীর্ঘদিন চাপা থাকা এ খবর প্রকাশ্যে আসে গত আগস্টে। গত ৩ আগস্ট মেয়েকে নিজের কাছে রাখতে স্বামী সনেটের বিরুদ্ধে থানায় মামলা করেন বাঁধন। তখনই ফাঁস হয় সবকিছু।

অভিনেত্রী স্পর্শিয়া এবং ভিডিও নির্মাতা রাফসান আহসান
২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় মডেল ও অভিনেত্রী স্পর্শিয়ার। ওই বছরই ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। একটি অনলাইন শপের ভিডিওচিত্র নির্মাণের মাধ্যমে সখ্যতা গড়ে উঠেছিল তাদের মধ্যে। ধীরে ধীরে সেটি রূপ নেয় বন্ধুত্ব, এরপর প্রেম। তারপর পরিণয়ে। শেষমেষ ডিভোর্স।

২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি কাজী অফিসে রাফসান আহসানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে যায় সদ্য নায়িকার খাতায় নাম লেখানো অভিনেত্রী স্পর্শিয়া অর্চিতার। স্পর্শিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এমনকি ডিভোর্সের সময় তার এবং স্বামী রাফসানের কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

অভিনেত্রী শখ ও অভিনেতা নিলয়
জনপ্রিয় জুটি শখ-নিলয়ের চলতি বছরের ৭ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমকে মধুর পরিণতি দিতে বিয়ে করেন নিলয়-শখ। তারপর শখ তার পুরান ঢাকার বাসা ছেড়ে মিডিয়ায় নিয়মিত কাজ করবেন বলে নিলয়ের সঙ্গে উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু বিয়ের বছর না যেতেইে গুঞ্জনের ডালপালা মেলেছে নিলয়-শখের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে!

বারবার সেই প্রসঙ্গটি এড়িয়ে গেলেও সম্প্রতি জানা গেল, বিচ্ছেদের পথেই এগিয়েছে এই সংসার।  গত ১৭ জুলাই বিচ্ছেদের কথাই স্বীকার করে নিলেন নিলয়। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি, প্রক্রিয়া চলছে। নানা কারণেই আমরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছি।’

অভিনেত্রী নোভা এবং নাট্যকার রায়হান খান
অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা নোভা ও নাট্যনির্মাতা রায়হান খানের ৬ বছরের সংসার অবশেষে ভেঙেই গেল। ২৬ আগস্ট তালাকনামায় স্বাক্ষর করেছিলেন তারা। তবে এতোদিন তা রেখেছিলেন গোপন।

২০১১ সালের ১১ নভেম্বর বিয়ের পিড়িতে বসেন এই জুটি। তাদের রয়েছে একটি পুত্রসন্তান সান্নিধ্য।

দেশের একটি শীর্ষ দৈনিককে নোভা জানিয়েছেন, পারস্পারিক সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিয়ে বিচ্ছেদের কারণ হিসেবে নোভা উল্লেখ করেন রায়হান খানের অনিয়ন্ত্রিত জীবনযাপনকে। সাবেক স্বামীর কারণে বিভিন্ন জনের কাছে অপমানও হতে হয়েছে তাকে এমন দাবিও করেন তিনি।

অন্যদিকে নিজের দায়িত্বহীনতার কথা স্বীকার করে সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যয় শোনা গেছে রায়হান খানের কণ্ঠে। তিনি আশা প্রকাশ করেন সমস্যা কাটিয়ে উঠে কোনোদিন আবারও এক হবেন তারা।

এ বিষয়ে এই জুটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নোভা রায়হান খানের দ্বিতীয় স্ত্রী। এর আগেও বিয়ে এবং বিচ্ছেদ- দুটোই হয়েছে তার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে