বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে শারীরিকভাবে মারধর আর লাঞ্ছনার শিকার হয়েছেন তরুণ অভিনেতা, মডেল সৌমিক আহমেদ। উত্তরার ‘স্ক্রিপ্ট হাউস’ নামের ঐ শুটিং হাউসের কয়েকজন ম্যানেজার ও কর্মীরা সৌমিক এবং তার ইউনিটকে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন এই মডেল।
সৌমিক বলেন, গতকাল রবিবার শুটিং প্যাক-অ্যাপ করার পর শুটিংয়ের গাড়িতে ব্যাক করার জন বসে ছিলাম। দেখলাম শুটিং হাউসের ম্যানেজার গেট বন্ধ করে দিসে, সেইসাথে টেকনিশিয়ানদের গাড়িও আটকে রাখে। এ বিষয়ে কথা বলতে গেলে রীতিমতো মাস্তানি শুরু করে দেয়।’
কেন তারা এমন করলো জানতে চাইলে সৌমিক বলেন, ‘তাদের যে দাবি সেটা পুরোপুরি অন্যায়। ওরা দাবি করেন, তাদের একদিনের পেমেন্ট অতিরিক্ত দিতে হবে। আমি প্রতিবাদ করতে গেলে গালিগালাজ করে। টেকনিশিয়ানদের পক্ষ নিয়ে কথা বলায় আমার ওপর চড়াও হয়, আমার গায়ে হাত তুলে, লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে মারতে। পরে অন্যরা আমাকে টেনে বের করে নিয়ে আসে।’
সৌমিক আরো জানান, ঐ কথিত ‘স্ক্রিপ্ট হাউস’ ম্যানেজারের নাম আলাউদ্দিন। চার-পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা টেনে সৌমিক বলেন, দীর্ঘদিন কাজ করছি, কিন্তু এমন বাজে পরিস্থিতি এবং বাজে শুটিং হাউসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোপূর্বে কখনোই ঘটেনি। হতাশ হলাম।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস