সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ১২:৪২:৪৩

‘ঢাকা অ্যাটাকে’র সফলতার মধ্যেও আশাবাদী ‘দুলাভাই জিন্দাবাদ’

‘ঢাকা অ্যাটাকে’র সফলতার মধ্যেও আশাবাদী ‘দুলাভাই জিন্দাবাদ’

বিনোদন ডেস্ক : সানী সানোয়ারের গল্পে দীপঙ্কর দীপনের সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ দ্বিতীয় সপ্তাহেও বিপুল সাড়া পাওয়ায় পিছিয়ে গেছে ‘গহীন বালুচর’ সিনেমার মুক্তির দিন। কিন্তু আরেক মুক্তি প্রতিক্ষীত ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ নির্ধারিত সময়েই হলে আসবে বলে জানালেন নির্মাতা।

‘ঢাকা অ্যাটাক’-এর দাপটের মধ্যেও ‘দুলাভাই জিন্দাবাদ’ সফলতা পাবে বলে আশা করছেন এর নির্মাতা মনতাজুর রহমান আকবর। সিনেমাটি পূর্ব নির্ধারিত ২০ অক্টোবরেই মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘ ‘ঢাকা অ্যাটাক’ ব্যবসা করছে, কিন্তু আমার ছবি মুক্তি পাবে ২০ তারিখেই। যেহেতু সিনেমাটি এরই মধ্যে দুই সপ্তাহ পার করছে তাই এর সফলতা আমাদের সিনেমায় কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না।’

একই দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘গহীন বালুচর’ তাদের মুক্তির দিন পিছিয়ে নিয়েছে এমন সংবাদ তাকে কিছুটা স্বস্তি দিয়েছে বলেও জানালেন তিনি।

বলেন,‘ ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি একেবারেই ভিন্ন ধরণের একটি সিনেমা। বাংলাদেশে এর আগে এমন সিনেমা নির্মিত হয়নি। তাই সিনেমাটির সফলতা নিয়ে আমরা আশাবাদী।’

অন্যদিকে তারকাবহুল ‘দুলাভাই জিন্দাবাদ’ এর কথা চিন্তা করে এরই মধ্যে ২০ দিন পেছানো হয়েছে সানোয়ার হোসেনের নির্মিত ‘খাস জমিন’-এরও।

‘দুলাভাই জিন্দাবাদ’-এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন ডিপজল। মৌসুমীর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে। বাংলা চলচ্চিত্রের এক সময়ের ভয়ংকর খল অভিনেতা ডিপজলের দুলাভাই চরিত্রকে ঘিরেই লেখা হয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ এর কাহিনী। আর এতে ডিপজলের শালীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

রাজেস ফিল্ম প্রযোজিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটিতে ডিপজল, মৌসুমী ও মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, আহমেদ শরিফ,  অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা ও সুব্রত।-সময়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে