সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৩:২৭:৪৪

দুই ‘ছেলে’ অর্থাৎ তাঁর দুই পোষ্যকে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!

দুই ‘ছেলে’ অর্থাৎ তাঁর দুই পোষ্যকে নিয়ে প্রকাশ্যে এলেন মিমি!

বিনোদন ডেস্ক : ঠিকই পড়ছেন। দুই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর দুই ‘ছেলে’ অর্থাৎ তাঁর দুই পোষ্য। পোষ্যরা মিমির কাছে সন্তান তুল্য। সঙ্গে দিলেন স্পেশাল একটি মেসেজও।

দিওয়ালি আসছে। আর কয়েক দিন পরেই আলোর উত্সবে মেতে উঠবে গোটা দেশ। আনন্দ তো থাকবেই। তার মধ্যেই খুব জরুরি একটি বার্তা দিলেন মিমি। তিনি ‘সাউন্ড ফ্রি দিওয়ালি’ এবং ‘অ্যানিম্যাল ফ্রেন্ডলি দিওয়ালি’-র ডাক দিলেন। তাঁর কথায়, ‘‘গত বছর আমি এই ক্যাম্পেন করেছিলাম। তোমরা সবাই খুব সাপোর্ট করেছিলে আমাকে। এ বার অ্যানিমাল লাভার্সদের সকলকে বলছি, তোমরা আমাকে ভিডিও পাঠাও। বেস্ট পাঁচটা ভিডিও আমি পোস্ট করব।’’

প্রত্যেকবারই একই আবেদন করেন মিমি। যাঁদের পোষ্য রয়েছে এবং যাঁদের পোষ্য নেই অথচ এদের প্রতি ভালবাসা রয়েছে অফুরান, সকলের কাছেই এই আবেদন জানিয়েছেন মিমি। এ বার দেখার কতটা সাড়া পান নায়িকা।-আনন্দবাজার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে