সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৩:৩২:৩৩

সবাই মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করবে : শাকিব খান

 সবাই মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করবে : শাকিব খান

বিনোদন ডেস্ক : সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবে, এমনটাই মনে করেন ঢাকাই ছবির হার্টথ্রব নায়ক শাকিব খান। সম্প্রতি চলচ্চিত্রের নতুন সংগঠনের যাত্রা শুরু নিয়ে আলোচনা সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।

শাকিব বলেন, বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ চলচ্চিত্রের উন্নয়নের জন্য। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই স্বাধীন দেশে যে কেউ সংগঠন করতেই পারেন। এই ফোরামে চলচ্চিত্রের সব শাখার লোক আছেন, এটাই বড় কথা।

শাকিব বলেন, সবাই এক জায়গায় থেকে, একসঙ্গে মিলেমিশে চলচ্চিত্রকে এগিয়ে নিতে কাজ করতে পারবেন। চলচ্চিত্রের আরও সংগঠন আছে। তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করবো। বিষয়টি নেতিবাচকভাবে নেওয়ার কোনো কারণ নেই।
 
শাকিব খান আরো বলেন, আশা করি সেভাবে কেউ দেখছেন না।
চলচ্চিত্র আমাদের সবার। সবার যার যার জায়গা থেকে চেষ্টা করছি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করার। সেই জায়গা থেকেই আমরা কাজ করছি। এখানে আমাদের কাছে কাজটাই মুখ্য।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে