বিনোদন ডেস্ক : ঘটা করে ছবির তিন মুখ্য চরিত্রের পরিচয় করানো হয়েছে৷ নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে ট্রেলার৷ এরপরও হুমকির হাত থেকে রেহাই নেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’র৷
নেপথ্যে আবারও এক রাজপুত সংগঠন৷ এবার জয় রাজপুতানা সংঘের তরফ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি৷ জানানো হল, অনুমতি ছাড়া রাজস্থানে ‘পদ্মাবতী’ মুক্তি পেলেই পুলিয়ে দেওয়া হবে সিনেমা হল৷
রাজপুত ইতিহাস নিয়ে ছবি করতে গিয়ে প্রথম থেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সঞ্জয়কে৷ মরু শহরে কর্ণি সেনার তাণ্ডবে শুটিং বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন তিনি৷ পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল৷
বলা হয়েছিল, ইতিহাসকে কোনওভাবে ছবিতে বিকৃত করা হয়নি৷ আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনও প্রেমের সম্পর্কও দেখানোর চেষ্টা করা হয়নি৷ কিন্তু তাতে যে চিড়ে ভেজেনি তা ‘পদ্মাবতী’ দীপিকার ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই বোঝা যায়৷ রাজ্যের বিভিন্ন স্থানে দীপিকার পোস্টার পোড়ানো হয়৷
এবার প্রেক্ষাগৃহ পোড়ানোরই হুমকি দিল জয় রাজপুতানা সংঘ৷ সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ সদস্য রয়েছেন তাদের সংগঠনে৷ রাজ্যের প্রত্যেকটি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তাদের কথা হয়েছে৷ পাঠানো হয়েছে পোস্টার৷
যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে৷ তারা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীরের ছবি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি দেবেন৷ অনুমতি ছাড়া রাজস্থানের কোনও প্রেক্ষাগৃহে এ ছবি চললে তা পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান৷
এবার প্রেক্ষাগৃহ পোড়ানোরই হুমকি দিল জয় রাজপুতানা সংঘ৷ সংঘের প্রতিষ্ঠাতা ভাওয়ার সিং রেটা জানিয়েছেন, প্রায় আড়াই লক্ষ সদস্য রয়েছেন তাদের সংগঠনে৷ রাজ্যের প্রত্যেকটি প্রেক্ষাগৃহের মালিকদের সঙ্গে তাদের কথা হয়েছে৷ পাঠানো হয়েছে পোস্টার৷
যাতে বলা হয়েছে, আগে সংগঠনের প্রতিনিধিদের ছবিটি দেখানো হবে৷ তারা যদি মনে করেন ছবিতে রানি পদ্মাবতীর মহিমা ক্ষুন্ন করা হয়নি, তবেই দীপিকা-শাহিদ-রণবীরের ছবি সাধারণ দর্শকদের দেখানোর অনুমতি দেবেন৷ অনুমতি ছাড়া রাজস্থানের কোনও প্রেক্ষাগৃহে এ ছবি চললে তা পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ পোস্টার মধ্যপ্রদেশ ও গুজরাটেও পাঠানো হয়েছে বলে জানান৷
এমটিনিউজ/এসএস