মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৪:২৯:৩৫

সালমানের এইডস হয়েছে, তাই বিয়ে করছেন না : দাবি ওম স্বামীর

সালমানের এইডস হয়েছে, তাই বিয়ে করছেন না : দাবি ওম স্বামীর

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই! বিগত ২০-২৫ বছরে বিয়ের ব্যাপারে কত জনের সঙ্গে যে তার নাম জড়িয়ে খবর প্রকাশ হয়েছে তার হিসাব নেই।

তারপরও বিয়ের কোনো নাম নেই এই নায়কের। দেখতে দেখতে ৫১ টি বসন্ত পার করে ফেলেছেন সালমান। তবে আর কবে! আদৌ কী বিয়ের কোনো ইচ্ছা আছে সল্লু ভাইয়ে? এ ভাবনাও অনেকের মনে ঘুরপাক খায়।

এই যখন অবস্থা তখন সালমানের বিয়ে নিয়ে বোমা ফাটালেন বিতর্কীত ধর্মগুরু ওম স্বামী। তিনি দাবি করেছেন, সালমান খানের এইডস হয়েছে। আর এই কারণেই তিনি বিয়ে করছেন না!

‘বিগ বস ১০’র মঞ্চ থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই সালমানের বিরুদ্ধে নানা কটু কথা বলতে শোনা যাচ্ছে স্বঘোষিত ‘গডম্যান’ স্বামী ওমকে। দিন কয়েক আগেই সালমানকে ‘আইএসআই এজেন্ট’ এবং আন্ডার ওয়ার্ল্ড ডনদের বন্ধু বলে আক্রমণ করেছিলেন তিনি।

শুধু তাই নয়, ওমের আরও অভিযোগ, বিগ বস’র ঘরে তাকে মাদক মেশানো খাবার দিয়েছিলেন সালমান! কিন্তু সালমানকে নিয়ে স্বামী ওমের শেষ দাবি যেন আগের সব বিতর্কিত মন্তব্যকে ছাপিয়ে গেল। হাসির রোল পড়ে গেছে বলিউডে। তবে নিজের এইডস হওয়ার বাজে মন্তব্যে এখনো মুখ খোলেননি সালমান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে