মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ০৯:৩৯:২১

ঐশ্বরিয়াকে সালমানের চুমু! কেমন করে হলো এই অসাধ্য সাধন?

 ঐশ্বরিয়াকে সালমানের চুমু! কেমন করে হলো এই অসাধ্য সাধন?

বিনোদন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাই- দু'জনই বলিউড অঙ্গনে জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম নন। একটা সময় তো তাদের মধ্যে প্রেমও ছিল।

তবে সেটা অতীত। বর্তমানে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়ার একটি মেয়েও রয়েছে। অন্যদিকে, এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমানের। তবে এরই মধ্যে আবারও কাছাকাছি এলেন সালমান ও ঐশ্বরিয়া।

শুধু তাই নয়, ঐশ্বরিয়ার মুখে চুমু দিতেও দেখা গেল সালমানকে। এমনই একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে, যা দেখে চোখ কপালে উঠার মতো অবস্থা সালমান-ঐশ্বরিয়া ভক্তদের।

ভাবছেন, ঐশ্বরিয়া তো সালমানকে দু'চোখে দেখতে পারেন না। ২০০২ সালে বিচ্ছেদ হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের দু'জনকে আর একফ্রেমেই দেখা যায়নি। তাহলে কেমন করে হলো এই অসাধ্য সাধন?

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ঐশ্বরিয়া রাইয়ের একটি ফ্যান পেজ থেকে ভাইরাল হওয়া ছবিটি পোস্ট করা হয়েছে।
যেখানে পুরোপুরি ফটোশপের কারসাজিতে সালমান এবং ঐশ্বরিয়াকে কাছাকাছি এনেছেন তাদেরই ভক্ত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে