বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ১২:৩৫:১৮

গান গেয়ে ফেরার পথে জনপ্রিয় কণ্ঠশিল্পীকে নৃশংশভাবে হত্যা

গান গেয়ে ফেরার পথে জনপ্রিয় কণ্ঠশিল্পীকে নৃশংশভাবে হত্যা

বিনোদন ডেস্ক : দীপাবলির অনুষ্ঠান করতে হরিয়ানার পাণিপথের একটি গ্রামে গিয়েছিলে জনপ্রিয় কণ্ঠশিল্পী হর্ষিতা দাহিয়া। বিকালে দিল্লির নারেলায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পাণিপথে তার গাড়ি আটকে গলায় ও মাথায় গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা দেশ রাজ জানিয়েছেন, পাণিপথে চামরারা গ্রামের কাছে তার গাড়ি জোর করে দাঁড় করানো হয়। আগে থেকেই সঙ্গীত শিল্পীর গাড়ি ধাওয়া করছিল অন্য একটি গাড়ি। সেই গাড়িতেই আততায়ীরা ছিল। হর্ষিতার গাড়ি দাঁড় করিয়ে তার সহযোগী এবং চালককে নেমে আসতে বলে আততায়ীরা।

তারপর সাত রাউন্ড গুলি চালানো হয় হর্ষিতাকে লক্ষ্য করে। তারমধ্যে ৬টি গুলি লাগে হর্ষিতার মাথায় এবং গলায়। তারপরেই সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। কে বা কারা জড়িত আছে এই ঘটনায় তা তদন্ত করে দেখা হচ্ছে। হর্ষিতার গাড়ির চালক ও তার সহযোগীকে জেরা করছে পুলিশ।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে