বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০১:১৮:৫৪

গাড়ি থেকে নামিয়ে ২২ বছরের গায়িকাকে....

গাড়ি থেকে নামিয়ে ২২ বছরের গায়িকাকে....

বিনোদন ডেস্ক : ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, খুনের হুমকি পাচ্ছেন। শেষমেশ তা যে এমন মর্মান্তিক ভাবে সত্যি হবে কে জানত! মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে খুন হলেন হরিয়ানার ২২ বছরের গায়িকা হর্ষিতা দাহিয়া।

পাণিপথের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, গত কাল হরিয়ানার পাণিপথ জেলার চমরাড়া গ্রামে একটি জলসায় গিয়েছিলেন হর্ষিতা। সেখানে তাঁর গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান সেরে বিকেল ৪টে নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হর্ষিতা। সঙ্গে ছিলেন তাঁর দুই সহযোগী ও ড্রাইভার।

দিল্লির নরেলা এলাকায় বাড়ি হর্ষিতার। আচমকাই অন্য একটা গাড়ি পিছনে থেকে এসে হর্ষিতাদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে অজ্ঞাতপরিচয় দুই সশস্ত্র দুষ্কৃতী। হর্ষিতার ড্রাইভার ও তাঁর সহযোগীকে গাড়ি থেকে নেমে দাঁড়াতে বলে তারা।

ওই তিন জন থেকে নেমে দাঁড়ালে গাড়ি থেকে নামিয়ে ২২ বছরের গায়িকা হর্ষিতাকে লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সাতটির মধ্যে ছ'টি গুলি লাগে হর্ষিতার ঘাড়ে ও কপালে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ সূত্রে খবর, জামাইবাবুর বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেছিলেন হর্ষিতা। তা ছাড়া, দিল্লিতে মাস কয়েক আগে মায়ের খুনের প্রত্যক্ষদর্শীও ছিলেন তিনি। ওই দু'টি ঘটনার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। এর সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক আছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। -আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে