বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৪:২৪:৫২

দিওয়ালিতে বিশেষ উপহারে ভক্তদের চমকে দিলেন সালমান খান!

দিওয়ালিতে বিশেষ উপহারে ভক্তদের চমকে দিলেন সালমান খান!

বিনোদন ডেস্ক : এখনই লিখে রাখুন তারিখটা। এরকমই যেন বলতে চাইছেন। দিওয়ালি উপলক্ষ্যে বিশেষ উপহারে ভক্তদের চমকে দিলেন সালমান খান! দিওয়ালির আগে এ যেন ক্রিশমাসের উপহার দিলেন সালমান!

প্রকাশ্যে এলো 'এক থা টাইগার' ছবির সিকোয়েল 'টাইগার জিন্দা হ্যায়'-র ফার্স্টলুক! চোখে আগুন, সুলতানি আদব-কায়দা। বন্দুক হাতে সালমানের টাইগার লুক গোটা লাইমলাইট-ই কেড়ে নিল ইন্টারনেটে। ট্যুইটারে ফার্স্টলুক প্রকাশ করে সালমান লিখলেন, 'দিওয়ালির উপহার পছন্দ হল? এবার ক্রিসমাসে দেখা হবে!'

গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। 'এক থা টাইগার' ছবির পর ফের জুটি বাঁধতে চলেছেন সালমান-ক্যাটরিনা। তাও আবার 'এক থা টাইগার'-এর সিকোয়েল 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে। সম্প্রতি যশ রাজ ছবির পক্ষ থেকেই ট্যুইটারে প্রকাশ পেল এই ছবির পোস্টার।

আলি আব্বাস জাফরের ছবি 'সুলতান' বক্স অফিসে ঝড় তুলেছে। দু'সপ্তাহের মধ্যেই 'সুলতান' এন্ট্রি নিয়েছে তিনশো কোটির ক্লাবে। তাই বলিউডের সুলতানকে নিয়ে ফের ছবি তৈরি করলেন আলি আব্বাস।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে