বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৪:৩৫:৪২

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কমল হাসান

প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কমল হাসান

বিনোদন ডেস্ক : ভারতে নোটবন্দী নিয়ে একসময় দেশটির প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয়েছিলেন তিনি। সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ওই একই ইস্যুতে নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চেয়ে নিলেন জনপ্রিয় অভিনেতা কমল হাসান।

কমল হাসান বলেন, ''প্রধানমন্ত্রী আমার ভুল মার্জনা করলে তাকে সেলাম জানাব''। অভিনেতার এই মন্তব্য এক তামিল ম্যাগাজিনে ছাপা হয়েছে। আগের মন্তব্য থেকে সরে আসার পর কমল হাসানের সাফাই, ''ভুল স্বীকার করে কেউ সেটা শুধরানোর চেষ্টা করলে তা প্রকৃত রাষ্ট্রনেতা হয়ে ওঠার উদাহরণ''।

গত বছর নভেম্বর মাসে নোটবন্দীর পর কমল হাসান টুইট করে লিখেছিলেন, ''স্যলুট মোদী। রাজনৈতিক ফায়দা লুঠতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'' কয়েক মাস ধরেই কমল হাসানের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা চলছে। রাজনীতিতে 'ক্যারিয়ার' গড়া নিয়ে নিজেও প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

তবে, কোনও দলে যোগ দিয়ে নাকি নতুন দল গঠন করে রাজনীতির ময়দানে পা রাখবেন তা খোলসা করেননি। তবে আটঘাঁট বেধেই যে তিনি রাজনীতির ময়দানে নামতে চাইছেন তা তার কর্মকাণ্ড থেকে পরিস্কার। কিছুদিন আগে কেরালা ও দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল মাপার চেষ্টা করেছেন। তাদের সঙ্গে রাজনৈতিক নানা বিষয়ে পরামর্শ নিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে