বিনোদন ডেস্ক : কৃষক আন্দোলনে শামিল হতে গিয়েছিলেন। ফেরার সময় পথ আটকায় দুষ্কৃতীরা। পরপর ছ’টি বুলেট, সব শেষ। দিনে-দুপুরে এভাবেই হত্যা করা হল হরিয়ানার লোকসংগীত শিল্পী হর্ষিতা দাহিয়াকে।
কে বা কারা এই কাজ করতে পারে? এই প্রশ্নের উত্তর এখনও খুঁজে উঠতে পারেনি হরিয়ানা পুলিশ। এর মধ্যেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার বোনের হত্যার জন্য নিজের স্বামীকে কাঠগড়ায় দাঁড় করালেন হর্ষিতার বড় বোন লতা।
লতার অভিযোগ, তাদের মাকেও খুন করেছিলেন তার স্বামী। সেই ঘটনাই দেখে ফেলেছিলেন হর্ষিতা। সেই কারণেই তাকে খুন করা হয়েছে। শোনা গিয়েছে, হর্ষিতা নিজেও একবার জামাইবাবুর বিরুদ্ধে সম্ভ্রমহানী অভিযোগ এনেছিলেন। আর এর জন্য ওই ব্যক্তিকে জেলও খাটতে হয়েছিল। লোকসংগীত শিল্পীর খুনের নেপথ্যে এই কারণও থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
এরই মধ্যে হর্ষিতার পোস্ট করা একটি ভিডিও নিয়ে নতুন সন্দেহ দানা বাঁধছে। স্থানীয় ছামরারা গ্রামের কৃষকদের আন্দোলনে শামিল হয়েছিলেন গায়িকা। এর জন্য এক গোষ্ঠীর রোষের কারণ হয়েছিলেন। পাচ্ছিলেন খুনের হুমকি।
এমনকী হর্ষিতার নিজের ইন্ডাস্ট্রির কয়েকজনও তাকে হুমকি দিচ্ছেন বলে ওই ভিডিওতে অভিযোগ করেন গায়িকা। তিনি খুন হয়ে যেতে পারেন বলেও জানান। ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন অক্টোবর মাসের ১২ তারিখ। আর মঙ্গলবার সেই গ্রাম থেকে ফেরার পথেই খুন হন হর্ষিতা।
প্রথমে পুলিশ মনে করেছিল কৃষক আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাওয়াই মৃত্যুর কারণ হতে পারে গায়িকার। কিন্তু বড় বোন লতার অভিযোগ এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে। খুনের নেপথ্যে হর্ষিতার দুলাভাইয়ের ভূমিকাও উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা।
এমটিনিউজ/এসএস