বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০১:৪২:৪৪

অবশেষে স্বামীর পরকীয়া প্রেমের নানা তথ্য ফাঁস করলেন মিলা

অবশেষে স্বামীর পরকীয়া প্রেমের নানা তথ্য ফাঁস করলেন মিলা

বিনোদন ডেস্ক : টানা দশ বছর প্রেম করে চলতি বছরের ১২ মে পারভেজ সানজারির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিলা। বিয়ের ঠিক সতের দিন পরেই শিল্পী জানতে পারেন তার স্বামীর পরকীয়া প্রেম সম্পর্কে। তাদের সম্পর্কের চিড় ধরে এখানেই।

নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে স্বামীর নানা কুকির্তির ৮৬টি স্ক্রিন সর্ট পোস্ট করেন মিলা। বিভিন্ন মেয়েদের সঙ্গে সানজারির চ্যাটিং আলাপ ফাঁস করে দিয়েছেন এই শিল্পী। প্রকাশ করেছেন তার স্বামীর সঙ্গে তার ফোন আলাপেরও একটি অডিও ক্লিপ।

মিলা এই প্রসঙ্গে বলেন,‘ আমার বিয়ের ১৮তম দিনে কথা বার্তা বলতে গিয়ে আমার স্বামী তার পরকীয়ার ব্যাপারে ধরা খেয়ে যায়। আমার প্রিয় স্বামী অনেকগুলো মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়েছেন। কেন আমি এসব ১০ বছরেও জানতে পারলাম না? ভাল, স্বামীর অনেক বিষয় আছে যা স্ত্রী একদিনে বুঝে ফেলতে পারে। কিন্তু প্রেমিকা ১০০ বছরেও পারে না।’

মিলা আরও বলেন,‘ আমার স্বামী যখন দেশের বাইরে যায়, আমি আমার মেইল চেক করার জন্য তার কম্পিউটার চালু করি। আমি দেখতে পাই তার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা। যেটার এক্সেস ও আমাকে কোনদিন দেয় নাই। এবং আমি তার ফ্রেন্ড লিস্টেও ছিলাম না। কারণ সে প্রাইভেসি মেইন্টেইন করতে চাইতো। এই ১৩ দিনে আমি তার সম্পর্কে যা জানতে পারলাম, সেটা ১০ বছরেও জানতে পারিনি।’

মিলা জানান, স্বামীর পরকীয়ার বিরুদ্ধে কথা বলার কারণে মিলাকে তার স্বামীর হাতে মারও খেতে হয়েছে। অন্যদিকে মিলার নির্যাতনের মামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত পারভেজ আদালতের নিদের্শে জেল হাজতে রয়েছেন।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে