বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০২:২১:৫২

মেয়েকে কী পরামর্শ দিলেন সাইফ ?

মেয়েকে  কী পরামর্শ দিলেন সাইফ ?

বিনোদন ডেস্ক  :  মেয়ে সারা আলী খানের বলিউডে অভিষেকের দিন ঘনিয়ে এসেছে। কেদারনাথ ছবির মধ্য দিয়ে সাইফ আলী খানের মেয়ে হতে যাচ্ছেন নায়িকা। তবে অভিনয়ের জগতে নাম লেখানোর আগে মেয়েকে কী পরামর্শ বা উপদেশ দিয়েছেন এই অভিনেতা, সেই প্রশ্নের জবাব সাইফ দিয়েছেন তিনি ।

দারুণভাবে বললেন মেয়েকে দেওয়া উপদেশের কথা। সাইফ আলী খান মেয়েকে বলেছেন, ‘আমাদের চারপাশে এমন কিছু ঘটে, যা আমাদের মনের ওপর খুব প্রভাব ফেলে। আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়। নানা রকম কথা কানে আসবে। অনেক গুজব ছড়াবে। ওসব মনে নিয়ো না।’

এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘সারাকে বলেছি মন দিয়ে কাজ করো। আমাদের কাজ এবং তা দর্শকের কাছে পৌঁছানোর মাঝে অনেক বাধা আসে, সেসবকে পাত্তা দিয়ো না। আর আমরা তো স্টার। গ্যালাক্সিতেও অসংখ্য স্টার অর্থাৎ তারা থাকে। এরা প্রত্যেকে আলাদা।

এরা কেউ কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না। তাই সারাকে বলেছি, কোনো প্রতিযোগিতার মধ্যে যেও না।’ সম্প্রতি মুক্তি পেয়েছে সাইফ আলী খান অভিনীত ছবি শেফ। আর ওদিকে সারা আলী খান অভিনীত প্রথম ছবি কেদারনাথ-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে এ মাসেই। ছবিতে সারার নায়ক সুশান্ত সিং রাজপুত।  --প্রথম আলো

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে