বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০২:৪১:১৬

জানেন, বিশ্বকাপের আসরগুলোতে কত গোল করেছেন মেসি?

জানেন, বিশ্বকাপের আসরগুলোতে কত গোল করেছেন মেসি?

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি। বর্তমান সময়ের সেরা ফুটবলার। শুধু তাই নয় ইতোমধ্যে পেয়ে গেছেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারের খেতাব। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে তার দল আর্জেন্টিনা।

বাছাই পর্বে খাদের কিনারায় থেকে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে দলকে টেনে নিয়ে যান বিশ্বকাপ মঞ্চে। তার হ্যাট্রিক গোলে দল যেমন বেঁচে যায় তেমনি তিনিও গড়ে তুলেন ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড। যদিও কিছু সময় পরেই তাতে ভাগ বসান উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ।

মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৩টি বিশ্বকাপ। ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। চতুর্থ বিশ্বকাপ হিসেবে অপেক্ষা করছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের।

তিন বিশ্বকাপে সব মিলিয়ে ১৫ ম্যাচে মাঠে নেমেছেন এ ফুটবল জাদুকর। আর প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৫টি গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোলের সংখ্যা মোট ৫টি।

২০০৬ সালের জার্মান বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলেন মেসিরা। সে বিশ্বকাপের অভিষেকেই প্রথম গোলের দেখা পান মেসি। যদিও ফিফার সে আসরে আর গোল করতে পারেননি এ খুদে জাদুকর।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ৫ ম্যাচ খেলেন মেসি। শেষ ১৬তে গিয়ে বিদায় নেয় তার দল। তবে এ আসরে কোনো গোল করতে পারেননি মেসি। গোলশূন্য ছিল তার ২০১০ বিশ্বকাপ।

ফিফার সবশেষ আসর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল খেলে মেসি বাহিনী। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। সে আসরে সাত ম্যাচ খেলেন মেসি। আর গোল করেন ৪টি।

এবার দেখার অপেক্ষা সামনের বিশ্বকাপে দলকে শিরোপা এনে দিতে পারেন কিনা। আর বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়াতে পারেন কিনা। আর এটিই হতে পারেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে