বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৩:২২:২৩

সবাইকে ‘দুলাভাই জিন্দাবাদ’ দেখতে বললেন ডিপজল

সবাইকে ‘দুলাভাই জিন্দাবাদ’ দেখতে বললেন ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল! দীর্ঘদিন সিনেমার বাইরে থাকলেও অভিনয় নিয়ে ফিরতে চলেছেন তিনি। ২০ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে চলেছে ‘দুলাভাই জিন্দাবাদ’ নামের একটি সিনেমা। মুক্তির সময়ে অসুস্থতার জন্য সিঙ্গাপুর থাকলেও সেখান থেকেই ছবিটি নিয়ে নাকি নিয়মিত খোঁজ খবর রাখছেন। এমনটাই জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

মৌসুমী-ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিতে আছে এই প্রজন্মের জনপ্রিয় আরেক জুটি বাপ্পী ও বিদ্যা সিনহা মিম। ছবিতে ডিপজলকে দেখা যাবে একজন দায়িত্ববান দুলাভাইয়ের চরিত্রে। সিনেমায় তার স্ত্রীর ভূমিকায় প্রথমবারের মতো অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। ছবিটি চলতি মাসের ১৩ তারিখে মুক্তির তারিখ শোনা গেলেও ছবিটি মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর শুক্রবার।

ছবিটি মুক্তির তারিখ কেন পেছানো হল এবং কতোটি হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এমন প্রশ্ন করতেই মনতাজুর রহমান আকবর বলেন, গত মাসে আমরা মৌখিকভাবে বলেছিলাম যে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি ১৩ অক্টোবর মুক্তি দিব। কিন্তু সব দিক বিবেচনা করে আমরা অক্টোবরের ২০ তারিখে মুক্তি দিচ্ছি। ছবিটি মোট ১২৮টি হল পেয়েছে।

বহুদিন পর ঢাকাই সিনেমায় মুক্তি পাচ্ছে ডিপজলের সিনেমা। সিনেমাটি মুক্তির আগে তার সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে মনতাজুর রহমান আকবর আরো জানান, হ্যাঁ। বহুদিন পর ডিপজলের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমা নিয়ে তিনি ভীষণ আশাবাদী। ছবিটি নিয়ে সবার কাছে তিনি সিঙ্গাপুর থেকে দোয়া চেয়েছেন। এই ছবিটি অনেক কষ্ট করে তিনি কাজ করেছেন। সবাই যেনো হলে গিয়ে ছবিটি দেখে সেই আহ্বানও তিনি করেছেন।

ডিপজল কবে নাগাদ দেশে ফিরতে পারে, এমনটা জিজ্ঞেস করতেই এই নির্মাতা বলেন, এখনো ঠিক নেই। আরো মাস তিনেক সিঙ্গাপুর থাকতে পারে। কিংবা ডাক্তাররা যদি ক্লিয়ারেন্স দেয় তাহলে দেশে আসতে পারবে। কিন্তু নিয়মিত ট্রিটমেন্ট করাতে সেখানেই আগামি তিন মাস সিঙ্গাপুর যাতায়াত করতেই হবে।

রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডি জে সোহেলসহ অনেকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে