বিনোদন ডেস্ক: দীপাবলিতে সকলে অপেক্ষা করে ছিলেন, আমির খানের ছবি দেখবেন বলেই! ‘সিক্রেট সুপারস্টার’ এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা ভারতের সিনেমাহলে।
কিন্তু আজ সকালেই উল্টে গেল পাশাটা। আমির খানের সঙ্গে সচরাচর টেক্কা দিতে চান না সালমান। কারণ একটাই, আমিরের ছবি বছরে সবার শেষে মুক্তি পায়। সমালোচকদের প্রশংসা থেকে পুরস্কারের মঞ্চ, সবই দখল করে নেয় এক নিমেষে! এক কথায়, বরাবর ফাঁকা মাঠে গোল দেন আমির।
কিন্তু এবার ছক উল্টে গেল। চুপিচুপি মাঠে নেমে পড়েছেন সালমান খান। ‘ছোটা দীপাবলি’ উৎসবের প্রাক্কালেই টুইট করেছেন দর্শকের জন্য বিশেষ উপহার! যাতে হইচই পড়ে গিয়েছে সারা দেশে। ভাবতেই পারেননি কেউ যে, আমিরের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে সালমানের ছোট্ট একটা টুইট।
দুম করে সালমান টুইট করেছেন তাঁর ক্রিসমাস রিলিজ ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার। বুঝিয়ে দিয়েছেন, ‘টিউবলাইট’ ফ্লপ হতে পারে, কিন্তু সালমান খান বহাল তবিয়তে আছেন! টুইটার ট্রেন্ডিংয়ে অনেক পেছনে ফেলে দিয়েছেন আমিরের ‘সিক্রেট সুপারস্টার’কে। ভাবা যায়!
পুরো ব্যাপারটাই করেছেন, সিক্রেটলি! আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সালমনা খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/ এএস