বিনোদন ডেস্ক : ফ্যানকে ঘুষি মারার অভিযোগে বাস্কেটবলের গ্যালারি থেকে বের করে দেওয়া হল মিয়া খালিফাকে৷ লস অ্যাঞ্জেলসে ডগার্স ও শিকাগো কাবের একটি বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মিয়া৷ সেখানেই তিনি এক ফ্যানকে ঘুষি মারেন বলে অভিযোগ৷
ঘটনাটি ঘটে ১৪ অক্টোবর৷ রিপোর্টে প্রকাশ, খালিফার সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন সেই ফ্যান৷ সেই কারণে তিনি মিয়ার মুখের সামনে ফোন নিয়ে আসেন৷ তখনই কাণ্ডটি ঘটান মিয়া৷ সরাসরি সেই ফ্যানকে ঘুষি মারেন৷ মিয়ার অভিযোগ, সেই ফ্যান তাঁকে জিজ্ঞাসা না করে তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন৷
সেই কারণে তিনি ওই ফ্যানকে ঘুষি মারেন৷ হুলিগান বেসবল একটি ট্যুইট করেছে৷ সেখানে মিয়াকে দর্শকাসন থেকে বের করার একটি ছবি পোস্ট করা হয়েছে৷ তবে মিয়ার এই ঘটনাটিকে অনেকে পাবলিসিটি স্টান্ট বলেছেন৷ সম্প্রতি মিয়া অভিযোগ তুলেছিলেন, শিকাগো কাবের খেলোয়াড়রা তাঁকে সরাসরি মেসেজ পাঠাতেন৷
সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি খবরটি ভুয়ো বলে জানিয়েছেন৷ এই প্রথমবার কোনও ফ্যানকে ঘুষি মারার জন্য মিয়াকে বের করে দেওয়ার হয়নি৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/এস