বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ১০:০০:৫৬

বাবার জন্য কাঁদলেন আগুন, বাদ যায়নি চলচ্চিত্রাঙ্গনের গুণীজনরা

বাবার জন্য কাঁদলেন আগুন, বাদ যায়নি চলচ্চিত্রাঙ্গনের গুণীজনরা

বিনোদন ডেস্ক : খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমান। সম্প্রতি এই নির্মাতাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এছাড়াও খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি নিয়েও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র পাড়াসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা। চলচ্চিত্রাঙ্গনের অনেকে প্রতিবাদও জানিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করেন চলচ্চিত্র পরিবার।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা নিজেরা কেঁদেছেন অন্যদেরও কাঁদিয়েছেন। প্রত্যেক বক্তাই নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর মন্তব্যের প্রতিবাদ জানান। এ সময় গুণীজন খান আতাউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। বক্তব্য শুনে কাঁদেন খান আতা পুত্র কন্ঠশিল্পী আগুন।

নায়ক ফারুক বলেন, ‘কি কারণে, এই গুণী মানুষটাকে কবর থেকে তুলে বলা হচ্ছে তুই রাজাকার। এর পেছনে কারণ আছে। আমরা স্বাধীনতার পক্ষের মানুষ। এর বিচার চাই, এর বিচার হতে হবে। খান আতা সাহেবকে উনি রাজাকার বলেছেন। খান আতা সাহেবকে রাজাকার বলেছেন তিনি কোথায় কোন বাড়িতে আগুন লাগিয়েছিলেন? কোন মা-বোনকে তুলে নিয়ে স্বৈরাশাসকদের কাছে তুলে দিয়েছিলেন। এর প্রমাণ দিতে হবে। তা না হলে আপনার বিচার হবে। জাতীর কাছে আমরা বিচার চাই। সরকারের কাছে বিচার চাই। বর্তমান সরকারের কাছে বিচার চাই কারণ ১৯৭৩ সালে স্বাধীনতার পক্ষের এই সরকার ক্ষমতায় ছিল। এর প্রমাণ আপনাকে দিতে হবে। তা না হলে আপনি কোন অধিকারে এই মন্তব্য করলেন?’

আমজাদ হোসেন বলেন, ‘‘আমি কি বলব, আমার বাবাকে, আমার বড় ভাইকে একজন ছেলে গালি দিয়েছে। গত নয় মাসের যুদ্ধের সময় আমরা একটি গালি তৈরি করেছিলাম সেটি হলো ‘রাজাকার’। আমার বাবাকে কেউ গালি দিলে আমি কি চুপ থাকতে পারি? আমার শরীরে শক্তি না থাকতে পারে গোটা ইন্ডাস্ট্রির লোক তো আছেন। দশ বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তোমার তো কোনো ক্ষতি তিনি করেন নাই। তোমাদের কারো কোনো ক্ষতি তিনি করেননি। তুমি কেন এতদিন পর এমন কথা উচ্চারণ করলা?’

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর এমন মন্তব্যের জন্য তাকে চলচ্চিত্রাঙ্গনে ঢোকার আগে চলচ্চিত্রের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান আমজাদ।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘পাহাড়ের গায়ে একটি ঢিল ছুড়লে পাহাড়ের কিছু যায় আসে না। খান আতা সাহেবকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাতে কিছু যায় আসে না।’

আগুন বলেন, ‘‘এভাবে গুণী মানুষদের ছোট করতে নেই। আমার বাবাকে দেশের সবাই চেনেন ও জানেন। আজকে হঠাৎ তাকে ‘রাজাকার’ বলে দিলেই তাকে খাটো করা যাবে না। আমি যদি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হয়ে থাকি তবে অবশ্যই এই যুদ্ধে আমি জয়ী হব।’’

তিনি আরো বলেন, ‘‘প্রমাণ হবেই আমার বাবা (খান আতাউর রহমান) ‘রাজাকার’ ছিলেন না। আমার সঙ্গে সারা দেশবাসী রয়েছেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমার বিশ্বাস বাচ্চু চাচা (নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু) তার ভুল বুঝতে পারবেন এবং তার বক্তব্য ফিরিয়ে নেবেন।’’

‘দুঃখের কিছু কথা বলতে চাই’ শিরোনামে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুভি মোগল প্রযোজক জাহাঙ্গীর খান, নির্মাতা আজিজুর রহমান, নির্মাতা সাইদুর রহমান সাঈদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, কণ্ঠশিল্পী আগুন, পরিচালক শাহীন সুমন, জাকির হোসেন রাজুসহ চলচ্চিত্রাঙ্গনেরে অনেক।

সংবাদ সম্মেলন শেষে খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটি প্রদর্শিত হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে