বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই কঙ্গনা রানাওয়াত-হৃত্বিক রোশনের বিতর্কে চলছে| এতদিন হৃত্বিক একরকম চুপই ছিলেন| কিন্তু সম্প্রতি ছোটপর্দার একটা চ্যাট শোতে স্পষ্ট জানিয়ে দেন কোনদিনই কঙ্গনার সঙ্গে সম্পর্ক ছিলো না|
এই ঘটনার পর বলিউডের অনেক তারকারাই হৃত্বিকের পাশে দাঁড়ান| অনেকেই সোস্যাল মিডিয়াতে হৃত্বিকের হয়ে অনেক কিছু লেখেন এবং ভুল প্রমাণ করার চেষ্টা করেন হৃত্বিকের প্রতি কঙ্গনার সব অভিযোগ|
কিন্তু কিছুদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল আমির খান নাকি কঙ্গনার পক্ষ নিয়েছেন| উনি নাকি মনে করেন এইভাবে কঙ্গনাকে হেনস্থা করা উচিত নয়| আমির যে কঙ্গনার পাশে আছেন তা সকলের কাছে স্পষ্ট হয় যখন আমিরের পরবর্তী ছবি 'সিক্রেট সুপারস্টার'এর একটা স্পেশাল স্ক্রিনিং এর জন্য আমন্ত্রণ করা হয় কঙ্গনাকে|
কিন্তু আমিরের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন পুরোটাই গুজব| উনি জানিয়েছেন 'সবাই জানে যে আমির বলিউডের সেলিব্রিটিদের জন্য বরাবর স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করেন| দঙ্গল ছবি মুক্তি পাওয়ার আগে একাধিক স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছিল তারকাদের জন্য| তাই কঙ্গনাকে স্পেশাল স্ক্রিনিং-এ আমন্ত্রণ করা মানে এই নয় যে আমির ওর পক্ষ নিচ্ছে|'
উনি আরো যোগ করেন 'কঙ্গনার পাশাপাশি বলিউডের প্রায় সবাইকেই সিক্রেট সুপারস্টার-এর স্পেশাল স্ক্রিনিং এ আমন্ত্রণ করেছেন আমির| লিস্টে আছেন রোশনরাও, তাই এর থেকে কিছুই প্রমাণ হয় না|'
এমটিনিউজ/এসএস