শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০১:৩৩:২৫

কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় ধরে ক্যানসারে ভুগছেন গুণী কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। বর্তমানে তার দিন কাটছে হুইলচেয়ারে। এমনকি কথাও বলতে পারছেন না ঠিকমতো। এ সময়ে এবার এই কণ্ঠশিল্পীর চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল সহযোগিতার।

তার পরিপ্রেক্ষিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। শাম্মী আক্তারের সঙ্গে দেখা করে তার হাতে এই অর্থ তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও সহ-সভাপতি মাহমুদ সেলিম।

শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব।

উল্লেখ্য, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, ‘ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর গানের জগৎ থেকে অন্তরালে চলে যান শাম্মী আক্তার। সমপ্রতি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা দেয়া হয় এ গুণী কণ্ঠশিল্পীকে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে