শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ১২:২৭:৪১

এক-দু'বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া

এক-দু'বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া

বিনোদন ডেস্ক :  পাঁচ বছর হয়ে গেল কর্ণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্র আর বরুণ ধবনের হাতেখড়ি হয়েছিল যে ছবিটা দিয়ে। আজকে এঁরা সকলেই সফল। ঝুলিতে একের পর এক হিট ছবি। নিজেদের প্রথম ছবির পাঁচ বছর পূর্তি উপলক্ষে কর্ণের বাড়িতে হাজির হয়ে গিয়েছিলেন তিন জন।

'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর শ্যুটিং চলাকালীন আলিয়া, সিদ্ধার্থ এবং বরুণ তিন জনেই বেশ ছোট। আলিয়ার বয়স তখন ১৯। ছবির শ্যুটিং চলাকালীন রীতিমতো রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন আলিয়া। আলিয়া নিজেই একটি রিয়্যালিটি শো'তে সোজাসাপটা জানালেন সেই কথা।

'ইস্ক ওয়ালা লভ' গানটিতে বরফের দৃশ্যে জ্ঞান হারিয়েছিলেন আলিয়া। লোকেশনের কনকনে ঠান্ডায় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া যে, এক-দু'বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। আর সেই গানটাই ছিল ২০১২ সালের গানপোকাদের বেছে নেওয়া সেরা গান।

তবে এই চরিত্রটি আলিয়ার আগে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফকে অফার করেছিলেন কর্ণ। কৃষ্ণা না করায় আরও ৪৩২ জনের অডিশন নিয়েছিলেন পরিচালক। আর তার পরই চরিত্রটি আসে আলিয়ার কাছে। যদিও আলিয়ার হাতেখড়ি হয়েছিল ১৯৯৯ সালে। মুখ্যচরিত্র না হলেও 'সংঘর্ষ' ছবিতে প্রীতি জিন্টার ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া।  --আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে