শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৩:১১:১৭

‘বাহুবলি’র চাইতেও এগিয়ে আছে এই বাংলা ছবি

‘বাহুবলি’র চাইতেও এগিয়ে আছে এই বাংলা ছবি

বিনোদন  ডেস্ক : বাংলাদেশ, ভারত ও বিশ্বের আরো কয়েকটি দেশে শুক্রবার মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। ছবিটি নিয়ে ইতোমধ্যে নানান তর্ক-বিতর্ক হয়েছে।

তবে দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে, জিতেছে পুরস্কারও। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ভারতীয় পত্রিকা এবেলা জানালো, ‘বাহুবলি’র চাইতেও এগিয়ে আছে বাংলা ছবি ‘ডুব’। এমন শিরোনামের কারণ কী?

খবরে বলা হয়, ‘বাহুবলি’র অসামান্য সাফল্যের পরে রামোজি ফিল্ম সিটি ও ‘বাহুবলি’র প্রযোজনা সংস্থার তরফ থেকে বিশেষ বিশেষ ছবিকে অসামান্য কাহিনির জন্যেই প্রদান করা হয় ‘বাহুবলি তলোয়ার’। এ বছর ‘ডুব’ ছবিকে দেওয়া হল এই বিশেষ সম্মান। যাদের স্মরণে আছে সেই ‘বাহুবলি’ ছবির কাহিনি, তারা নিশ্চয়ই জানবেন এই তলোয়ারের ‘ক্ষমতা’ কতখানি।

আরো বলা হয়েছে, হুমায়ুন আহমেদের জীবন নিয়ে চর্চা করতে করতে অনেক গহীনে ডুব দিয়েছেন ইরফান খান। এখনই সারা বিশ্বের নানা ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই ছবিটি। কঠিন বাস্তব ও সাহিত্যিকের নিজস্ব আবেগ-স্বর্গ, দুইয়ের মেলবন্ধনে অপূর্ব এই ছবির কাহিনি।

মনোগ্রাহী হয়েছে বিশ্বের নানা প্রান্তের সিনেমাপ্রেমী মানুষের। আপাতত, মুক্তির আগেই দুই বাংলার দর্শকের উত্তেজনা ও উন্মাদনা অনেকটাই বাড়িয়ে দিল ‘ডুব’। ‘ডুব’ এ অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের পার্নো মিত্র। সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে জাজ মাল্টিমিডিয়া।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে